Advertisement
১১ মে ২০২৪

লগ্নি সংস্থার এজেন্টের টাকা জমা দেওয়া নিয়ে বিক্ষোভ

‘বেআইনি’ অর্থলগ্নি সংস্থার এক এজেন্ট লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন, এই অভিযোগ তুলে সমবায় সমিতিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে তারকেশ্বরের রামনগর পঞ্চায়েতের কলাইকুণ্ডা কৃষি সমবায় সমিতিতে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ০০:০০
Share: Save:

‘বেআইনি’ অর্থলগ্নি সংস্থার এক এজেন্ট লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কে জমা দিয়েছেন, এই অভিযোগ তুলে সমবায় সমিতিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার সকালে ঘটনাটি ঘটে তারকেশ্বরের রামনগর পঞ্চায়েতের কলাইকুণ্ডা কৃষি সমবায় সমিতিতে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সমবায়ের সভাপতি প্রবীর হাজরা বহু অর্থলগ্নি সংস্থার এজেন্ট ছিলেন। এ দিন সকাল ১০টা নাগাদ এক দল আমানতকারী সমবায়ে গিয়ে ম্যানেজার অচিন্ত্য মণ্ডলকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন, বৃহস্পতিবার আত্মীয়দের মাধ্যমে ৩০ লক্ষ টাকা ওই সমবায় ব্যাঙ্কে জমা করেছেন প্রবীরবাবু। অথচ অন্য গ্রাহকদের থেকে ৪৯ হাজার টাকার বেশি জমা নেওয়া হচ্ছে ‌ন‌া। মুকুল বাউড়ি নামে এক গ্রাহকের অভিযোগ, ‘‘ওঁর কাছে টাকা জমা দিয়ে অনেকেই তা ফেরত পাননি। টাকা ফেরত চাইলেই বলতেন, তাঁর কাছে টাকা নেই। তা হলে এখন এত বিপুল পরিমাণ টাকা এল কী করে? ওই টাকা বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হোক।’’

বিক্ষোভের জেরে ব্যাঙ্কের কাজকর্ম ব্যাহত হয়। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। শেষে অচিন্ত্যবাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অচিন্ত্যবাবুর দাবি, ‘‘প্রবীরবাবু কত টাকা জমা দিয়েছেন, আমার জানা নেই।’’ ফোন বন্ধ থাকায় প্রবীরবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

investment company
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE