Advertisement
০৮ মে ২০২৪

তপন খুনের তদন্তে প্রশ্নে সিআইডি

বালিতে জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় ২০১১ সালে খুন হয়েছিলেন তপন দত্ত। ওই ঘটনায় সন্দেহভাজনদের তালিকা তদন্তকারী অফিসারের হাতে তুলে দেওয়া সত্ত্বেও সিআইডি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বুধবার মামলার প্রথম শুনানিতে সেই প্রশ্ন তুললেন তপনবাবুর স্ত্রীর আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০১:১৩
Share: Save:

বালিতে জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় ২০১১ সালে খুন হয়েছিলেন তপন দত্ত। ওই ঘটনায় সন্দেহভাজনদের তালিকা তদন্তকারী অফিসারের হাতে তুলে দেওয়া সত্ত্বেও সিআইডি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, বুধবার মামলার প্রথম শুনানিতে সেই প্রশ্ন তুললেন তপনবাবুর স্ত্রীর আইনজীবী।

বালির জলাভূমি রক্ষা কমিটির সঙ্গে যুক্ত তপনবাবুকে খুনে অভিযুক্তদের বেকসুর খালাস করেছে নিম্ন আদালত। কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের রায় খারিজ করে ফের তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনার সিবিআই তদন্ত চেয়ে বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মহম্মদ মুমতাজ খানের আদালতে মামলা করেছেন তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত। তার শুনানিতেই এ দিন ওই প্রশ্ন তোলেন প্রতিমাদেবীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আদালতে বিকাশবাবু জানান, বালির এক জলাভূমি ভরাটে যুক্ত বালি-জগাছা-ডোমজুড়ের প্রভাবশালী ব্যক্তিরা। তপনবাবু স্ত্রীকে জানিয়ে গিয়েছিলেন, তাঁদের মধ্যে রাজ্যের এক মন্ত্রীও রয়েছেন। তপনবাবুকে জলাভূমি বাঁচাও আন্দোলন থেকে সরে দাঁড়াতে ২৫ লক্ষ টাকা ও কলকাতায় ফ্ল্যাট দেওয়ার টোপ দেওয়া হয়। খুনের তদন্তে নেমে সিআইডি-র এক অফিসার প্রতিমাদেবীর বাড়িতে গিয়েছিলেন। তাঁর হাতে সন্দেহভাজনদের তালিকা তুলে দেন প্রতিমাদেবী। কিন্তু তাঁর অভিযোগ, তদন্তকারী অফিসার তাঁদের গ্রেফতার করা তো দূর, জিজ্ঞাসাবাদও করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tapan Murder case CID
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE