Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কমিশনে নালিশ সিপিএম, তৃণমূলের

ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বাড়ছে বিরোধী দলগুলির। রবিবার রাতে আরামবাগের বসন্তবাটিতে সিপিআই নেতা জগন্নাথ শাসমলের বাড়ির কাছে গিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০১:৩৭
Share: Save:

ভোট যত এগিয়ে আসছে তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ বাড়ছে বিরোধী দলগুলির। রবিবার রাতে আরামবাগের বসন্তবাটিতে সিপিআই নেতা জগন্নাথ শাসমলের বাড়ির কাছে গিয়ে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। রাতেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান জগন্নাথ বাবু। তাঁর অভিযোগ, “দিন দুই আগে এলাকায় দলের পতাকা-ফেস্টুন টাঙানো হয়েছিল গ্রামে, সে সব তৃণমূল রাতের অন্ধকারে খুলে দেয়। রবিবার সন্ধ্যায় ফের নতুন করে পতাকা-ফেস্টুন টাঙানোর সময় ওরা হামলা করার চেষ্টা করে। আমরা প্রতিরোধ করলে তারা পালায়। ফের রাত সাড়ে ১০টা নাগাদ তৃণমূলের বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বেশ কয়েকটি মোটরবাইকে লোকজন আমার বাড়ির সামনে এসে হুমকি দেয়।” রবিবার রাতে আরামবাগের নৈসরাই গ্রামেও সিপিএম কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় তৃণমূল নেতা মীর চঞ্চল এবং তাঁর দলবলের বিরুদ্ধে। পাশাপাশি সিপিএমের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। আরামবাগের চকরুহিত গ্রামে তৃণমূলের ব্যানার সিপিএম খুলে ফেলে দেয় বলে অভিযোগ। আরামবাগের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রতুলকুমার বসু বলেন, “সবকটি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM TMC Assembly Election 2016 EC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE