Advertisement
০৯ মে ২০২৪

‘বাবু পাঁচ টাকা দিন’, মদ খেয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করছেন কনস্টেবল!

গায়ে খাকি উর্দি। কাঁধে ‘শোল্ডার ব্যাজ’—ডব্লুবিপি!

মত্ত: অভিযুক্ত কনস্টেবল

মত্ত: অভিযুক্ত কনস্টেবল

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮ ০১:২৩
Share: Save:

গায়ে খাকি উর্দি। কাঁধে ‘শোল্ডার ব্যাজ’—ডব্লুবিপি!

তিনি ঘুরতে-ফিরতে সটান হাত বাড়িয়ে বলছেন— ‘‘বাবু পাঁচ টাকা দিন’’!

দিনকয়েক ধরে এ ভাবেই আরামবাগের হাসপাতাল রোড, বাসস্ট্যান্ড সংলগ্ন গলি, ব্লকপাড়ার মতো কয়েকটি এলাকায় ব্যবসায়ী এবং পথচারীদের কাছে হাত পাতছেন আরামবাগ থানার কনস্টেবল শ্যামল সিংহ। বুধবারেও ওই কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

এ কী পুলিশের নতুন কায়দায় ‘তোলা’ আদায়!— শুরু হয়েছিল গুঞ্জন। কেউ কেউ বহুরূপী ভেবে তাঁকে টাকা দিচ্ছিলেন। ‘তোলা’র কথা কানে যেতেই শ্যামলবাবুর তিরিক্ষি মেজাজ, ‘‘আমি কি তোলা আদায় করছি? ভিক্ষা চাইছি তো!’’ ‘ভিক্ষা’ না পেলে চটেও যাচ্ছিলেন। কিন্তু পুলিশের উর্দি গায়ে ‘ভিক্ষা’ কেন?

মুখ খুলতেই মদের গন্ধ। শ্যামলবাবু বলেন, ‘‘মালদহে বাড়ি। এখন আরামবাগে পাঠানো হয়েছে। মদ খাই বলে আমার বেতন আটকে দেওয়া হয়েছে। তাই ভিক্ষা চাইছি।’’ শ্যামবাবুর বেতন আটকে য়াওয়ার কথা জানা নেই বলে দাবি করেছেন আরামবাগের আইসি শান্তনু মিত্র। তিনি বলেন, “কনস্টেবলের বেতন আটকে দেওয়ার খবর আমার কাছে নেই। পুলিশের পোশাক পরে তিনি বদমায়েশি করছেন।” এসডিপিও (আরামবাগ) কৃশানু রায় জানান, উর্দি গায়ে কর্তব্যে অবহেলার জন্য ওই কনস্টেবলকে ‘ক্লোজ’ করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Crime Arambagh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE