স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে শুক্রবার সকালে একটি হোটেলে উঠেছিলেন এক তরুণ-তরুণী। শনিবার দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় পুলিশ এসে দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁদের। এ দিন ওই ঘটনা ঘটেছে হাওড়া-দিঘা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, ওই যুগল সম্ভবত কীটনাশক খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। দু’জনকেই হাওড়া জেলা হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। কেন তাঁরা ওই ঘটনা ঘটালেন তা খতিয়ে দেখতে পুলিশ দুই পরিবারের লোকজনকেই ডেকে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, গোলাবাড়ি থানা এলাকার হাওড়া-দিঘা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে ওঠেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই যুগল। হোটেলে জমা দেওয়া আধার কার্ড থেকে পুলিশ জানতে পেরেছে তরুণটির বয়স ২২ ও তরুণীর বয়স ২০। হেটেলের দোতলার ১০১ নম্বর ঘরে ছিলেন তাঁরা।
হোটেলের ম্যানেজার ঈশান মিশ্র জানান, শনিবার দুপুর পর্যন্ত অনেক বার ডাকাডাকি করার পরেও ১০১ নম্বর ঘরের অতিথিরা দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। শেষ পর্যন্ত তাঁরা থানায় খবর দেন। এর পরে পুলিশ এসে দরজা ভেঙে দু’জনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।