নিজেদের ঘর থেকেই মৃত অবস্থায় পাওয়া গেল এক দম্পতিকে। পুলিশের অনুমান, দু’জনেরই মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ হয়ে। পিঠে গুলির ক্ষত নিয়ে স্ত্রীর মৃতদেহ পড়ে ছিল বিছানার উপরে। আর মাথার ডান দিকে আড়াই ইঞ্চি গভীর ক্ষত নিয়ে স্বামীর দেহটি পাওয়া যায় মেঝেতে। ওই ঘরেই মিলেছে একটি ওয়ান শটার পিস্তল।
শনিবার সাতসকালে লিলুয়ার কাজিপাড়া ওয়াই রোডের একটি বাড়ি থেকে এ ভাবেই উদ্ধার হয়েছে রাজেশকুমার সিংহ (৩৭) ও তাঁর স্ত্রী সবিতা সিংহের (৩৫) দেহ। রাজেশবাবু কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি করতেন। সবিতাদেবী ছিলেন গৃহবধূ। পুলিশ জানিয়েছে, ন’বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁরা ছিলেন নিঃসন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই দোতলা বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গেই থাকতেন সস্ত্রীক রাজেশ। তিনি বাড়ির ছোট ছেলে। ওই বাড়িতে তাঁর আরও পাঁচ দাদা থাকেন। পুলিশকে বাড়ির লোকজন জানিয়েছেন, প্রতি দিন ভোর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে পড়তেন রাজেশ ও সবিতা। এ দিন সাতটার পরেও তাঁরা উঠছেন না দেখে তাঁরা রাজেশ ও সবিতাকে ডাকতে যান। সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে ওই দৃশ্য দেখা যায়।