এক ঘর ছাইয়ের মধ্যে খুঁজেই চলেছে কিরণ। যদি কিছু বেঁচে গিয়ে থাকে! সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সে। জোরকদমে প্রস্তুতি চলছিল। কিন্তু বিধ্বংসী আগুনে ছাই হয়ে গিয়েছে ঘরের সমস্ত জিনিস। কিরণের বই-খাতা তো বটেই, পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্রও।
শনিবার রাতে হাওড়ার বেলগাছিয়ায় বেনারস রোডের পাশে একটি রাসায়নিক কারখানায় লাগা আগুন এ ভাবেই নিশ্চিহ্ন করে দিয়েছে কম করে ৮০ জন বাসিন্দার গেরস্থালি। পুড়ে গিয়েছে কম করে ন’টি বাড়ি এবং সাতটি দোকান। কিরণের মতোই বই-খাতা, শংসাপত্র ছাই হয়ে গিয়েছে আরও কয়েক জন পড়ুয়ার। মাথার উপরের ছাদ, ঘরের সব জিনিসপত্র হারিয়ে মানুষগুলির এখন ভরসা পুরসভার দেওয়া দুধ-রুটি আর ত্রিপল।
রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওই কারখানায় আগুন লাগে। ঘনবসতির্পূণ এলাকায় অবস্থিত ওই কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার নেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতবাড়ি ও দোকানঘরগুলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানা লাগোয়া বাড়িগুলি থেকে বাসিন্দারা কোনও রকমে বেরিয়ে এসেছিলেন রাস্তায়। চোখের সামনে নিজেদের বাড়ি-সহ সমস্ত জিনিস পুড়তে দেখলেও কিছুই করতে পারেননি বাসিন্দারা। দমকলের ১২টি ইঞ্জিন এসে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তত ক্ষণে সম্পূর্ণ পুড়ে যায় বাড়ি এবং দোকানঘরগুলি।