হুগলি জেলায় তৃণমূলের নতুন সভাপতি হলেন দিলীপ যাদব। হুগলির প্রাক্তন সাংসদ রত্না দে-নাগকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া দলে জেলার বিধায়ক ও সাংসদদের রেখে মোট আট জনের একটি কমিটি করে দেওয়া হয়েছে। তাঁরা সামগ্রিকভাবে দলের সভাপতিকে দল পরিচালনায় সাহায্য করবেন। এর আগে সপ্তগ্রামের বিধায়ক, রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত দীর্ঘদিন ধরে দলের সভাপতির দায়িত্ব সামলেছেন।
এ বার হুগলি লোকসভায় তৃণমূলের ফল খারাপ হয়। একমাত্র শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তত এক লক্ষ ভোটে বিজেপি প্রার্থীকে হারান। তাঁর ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব। কিন্তু আরামবাগ লোকসভায় তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার মাত্র ১১০০ ভোটে জেতেন কোনওক্রমে। হুগলি লোকসভায় দলের এক দশকের সাংসদ রত্নাদেবী হেরে যান। জল্পনা চলছিল, জেলার সাংগঠনিক দায়িত্বে নতুন মুখ আসবে। প্রাথমিকভাবে দিলীপবাবুকে দায়িত্ব দেওয়া হয় আরামবাগের। তিনি আরামবাগে সংগঠনের দায়িত্বে এসেই কাজ শুরু করে দেন। এরপর তাঁকে পুরো জেলার দায়িত্বে আনা হল।