Advertisement
০২ মে ২০২৪

বিসর্জনে অবাধে বাজল ডিজে

প্রতিবারের মতো এ বারও পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ডিজে বাজাতে নিষেধ করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু শুক্রবার বিজয়া দশমীর বিকেল থেকে রবিবার সন্ধ্যা— প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় দেখা গেল, জিটি রোডে ডিজের সঙ্গে উদ্দাম নাচ।

সুশান্ত সরকার
পান্ডুয়া শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৫:১১
Share: Save:

নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পান্ডুয়ার বহু পুজো কমিটি এ বার বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজাল। যা শুনে বিরক্ত অনেক এলাকাবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করল। শাসকদলের নেতাদের একাংশও ডিজে নিয়ে শোভাযাত্রায় সামিল হলেন।

প্রতিবারের মতো এ বারও পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ডিজে বাজাতে নিষেধ করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু শুক্রবার বিজয়া দশমীর বিকেল থেকে রবিবার সন্ধ্যা— প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় দেখা গেল, জিটি রোডে ডিজের সঙ্গে উদ্দাম নাচ। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের সামনেও সেই আওয়াজ বন্ধ হল না। কয়েকটি শোভাযাত্রায় তারস্বরে মাইকও বাজানো হয়েছে বলে অভিযোগ। এলাকার এক প্রবীণের খেদ, ‘‘ডিজে বাজলে মাটি থেকে গাছের পাতা কাঁপতে থাকে। এটা আনন্দ! আমার মতো অসুস্থ মানুষদের কী অবস্থা হয় তা কি পুজো উদ্যোক্তারা ভাবেন?’’

শোভাযাত্রায় যে ডিজে ব্যবহার হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন একটি পুজো কমিটির এক উদ্যোক্তা। তিনি বলেন, ‘‘সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। একটু আনন্দ করব না! আমরা কাউকে বিব্রত করি না।’’ এক মাইক ব্যবসায়ী জানান, এ বার তাঁর কাছ থেকে বেশ কয়েকটি পুজো কমিটি ডিজে বক্স ভাড়া করেছে। তিনি বলেন, ‘‘আমরা কী করব! ভাড়া নেয়, তাই দিই। আমি না দিলে অন্য দোকান থেকে ভাড়া নেবে। আমরাও চাই আইনের পথে চলতে। সব মাইক ব্যবসায়ীদের ডিজে ভাড়া দিতে বারণ করা হোক।’’

এলাকাবাসী আপত্তির কথা জানালেও ডিজে নিয়ে রবিবার বিকেল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন জেলা (গ্রামীণ) পুলিশের এক কর্তা। তিনি বলেন, ‘‘অভিযোগ পেলে আমরা সংশ্লিষ্ট পুজো কমিটির কর্মকর্তা এবং যিনি ডিজে ভাড়া দিয়েছেন, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’’ পান্ডুয়ার বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, ‘‘আমরা বৈঠকে পরিষ্কার ডিজে বাজাতে নিষেধ করেছিলাম। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেবো। তবুও পুলিশকে খোঁজ নিতে বলছি, কোন কোন কমিটি ডিজে বাজিয়েছে।’’

কিছু পুজো কমিটি তারস্বরে ডিজে বাজিয়েছে বলে মেনে নিয়েছেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, তৃণমূলের সঞ্জয় ঘোষ। তিনি বলেন, ‘‘যারা ডিজে বাজাচ্ছিল বলে খবর পেয়েছি, তাদেরই বারণ করেছি। আমি যে পুজো কমিটি র সঙ্গে শোভাযাত্রায় ছিলাম, সেখানে ডিজে বাজেনি। কালীপুজোতেও বারণ করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DJ Immersion Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE