Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কিশোর খুনে পাঁচ বছর জেল

বছর আটেক আগে খেলার মাঠে গোলমালের জেরে এক কিশোরকে অনিচ্ছাকৃত খুনের দায়ে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত। শনিবার চুঁচুড়া আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চৌধুরী হেফাজত করিম দাদপুরের বাবনানের মুশুড় গ্রামের বাসিন্দা শেখ ময়না নামে ওই যুবককে এই সাজা শোনান।

শ্রীরামপুর শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৫ ০২:২৬
Share: Save:

বছর আটেক আগে খেলার মাঠে গোলমালের জেরে এক কিশোরকে অনিচ্ছাকৃত খুনের দায়ে এক যুবককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিল আদালত। শনিবার চুঁচুড়া আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক চৌধুরী হেফাজত করিম দাদপুরের বাবনানের মুশুড় গ্রামের বাসিন্দা শেখ ময়না নামে ওই যুবককে এই সাজা শোনান। পুলিশ জানায়, ২০০৭ সালের ৬ অগস্ট ওই গ্রামের দাসেরপাড়া মাঠে ফুটবল খেলা দেখছিল বছর ষোলোর খইরুল ইসলাম। খইরুলের চোখের সমস্যা থাকায় এলাকার কিছু ছেলে তাকে রাগাত। সে দিনও শেখ ময়না খইরুলকে রাগায়। এ নিয়ে দু’জনের গোলমাল বাধলেও গ্রামবাসীরা মিটিয়ে দেন। কিন্তু পরের দিনও মাঠে একই ঘটনা ঘটে। ময়না খইরুলের কানে ঘুষি মারলে সে জ্ঞান হারায়। তার নাক-কান দিয়ে রক্ত বেরোয়। পরিবারের লোকজন তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান। পরের দিন খইরুল মারা যায়। তার বাবা রফিকুল ইসলাম থানায় ময়নার নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিছুদিন হাজতবাসের পরে সে হাইকোর্ট থেকে জামিন পায়। তদন্তকারী অফিসার উদয়শঙ্কর রায় আদালতে তার্জশিট দেন। তার প্রেক্ষিতে শুনানিতে ১৩ জন সাক্ষ্য দেন। শুক্রবারই ময়নাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে জানান মামলার সরকারি আইনজীবী চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE