Advertisement
০৫ মে ২০২৪

পালাতে গিয়ে উদ্ধার মাদ্রাসার চার ছাত্র

মাদ্রাসার ছাত্রাবাস থেকে পাঁচিল ডিঙিয়ে পালাতে গিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল চার ছাত্র। কাঁধে ব্যাগ নিয়ে রাতে তাদের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে টহলদাবি পুলিশ ধরে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার গোঘাটের কামারপুকুর চটিতে। পুলিশ জানিয়েছে, আরবি শিখতে আসা ওই ছাত্রদের বাড়ি দক্ষিণ ২৮ পরগনার বাসন্তীতে।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩৮
Share: Save:

মাদ্রাসার ছাত্রাবাস থেকে পাঁচিল ডিঙিয়ে পালাতে গিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে গেল চার ছাত্র। কাঁধে ব্যাগ নিয়ে রাতে তাদের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে টহলদাবি পুলিশ ধরে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার গোঘাটের কামারপুকুর চটিতে। পুলিশ জানিয়েছে, আরবি শিখতে আসা ওই ছাত্রদের বাড়ি দক্ষিণ ২৮ পরগনার বাসন্তীতে। থানা থেকে রাতেই ওই ছাতত্রদের বাড়িতে ও মাদ্রাসায় খবর পাঠানো হয়। কেন তারা পালাতে যাচ্ছিল? পুলিশের দাবি, ওই চার ছাত্র জানিয়েছে, তাদের অনেকদিন ধরে বাড়ি যেতে দেওয়া হয় না। মারধর করা হয়, তাই তারা পালিয়ে বাড়ি যাচ্ছিল। রবিবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিভাবকরা থানায় এলে তাঁদের হাতে ছাত্রদের তুলে দেওয়া হয়।

তবে ছাত্রদের মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার কর্মকর্তা শেখ মহম্মদ হানিফ। তিনি বলেন, ‘‘পড়াশোনার ক্ষেত্রে যে টুকু অনুশাসন দরকার, শুধুমাত্র সেটুকুই করা হয়ে থাকে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

student madrasa police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE