ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি সভাতেও দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য এল হাওড়ার সাঁকরাইলে। রবিবার স্থানীয় চাঁপাতলায় একটি হলে সাঁকরাইল কেন্দ্র যুব তৃণমূল আয়োজিত সভায় এলেন না এলাকার বিধায়ক-সহ আমন্ত্রিত তৃণমূল নেতাদের একাংশ। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা। সাঁকরাইল কেন্দ্র যুব তৃণমূল সভাপতি তপন পালের অভিযোগ, বিধায়ক তাঁদের সঙ্গে বেশ কিছু দিন ধরেই ‘অসহযোগিতা’ করছেন। বিধায়ক শীতল সর্দার এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। যদিও বিধায়ক শিবিরের এক নেতার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাই তাঁদের ডাকা বৈঠক এড়িয়ে চলছেন তাঁরা। জেলা যুব তৃণমূল সভাপতি (শহর) অনুপম ঘোষ বলেন, ‘‘৭ জুলাই পাঁচলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন। সেই নিয়ে ব্যস্ত রয়েছি। জেলা স্তরে নতুন কমিটি তৈরি হবে। ২১ জুলাইয়ের সমাবেশ মিটে গেলে পুরো বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে।’’ এ দিনের সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, তৃণমূল প্রভাবিত অধ্যাপক সংগঠনের জেলা সভাপতি অশোক শতপথি-সহ দলীয় নেতৃত্ব। বক্তারা জানান, ধর্মতলার সভা সফলের জন্য প্রতিটি বুথে সভা হবে।