হাওড়া পুরসভার চুক্তিভিত্তিক ৪১৯ জন অস্থায়ী কর্মীকে নিয়মিত করা নিয়ে যে জট তৈরি হয়েছিল, তা অবশেষে কাটল।
সোমবার বিকেলে পুরসভার প্রশাসকমণ্ডলীর এক বৈঠকের পরে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ওই কর্মীদের বেতন রাজ্য সরকারের তহবিল থেকে দেওয়া সম্ভব নয়। তাই হাওড়া পুরসভার নিজস্ব তহবিল থেকেই ওই কর্মীদের বেতন দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ জুলাই ওই কর্মীরা প্রথম বেতন পাবেন। তবে বকেয়া বেতনের বিষয়ে এ দিন কিছু জানাননি পুরমন্ত্রী।
পুরসভা সূত্রের খবর, এ দিনের বৈঠকে ৪১৯ জনের প্রতি মাসের বেতনের সংস্থান কী ভাবে হবে, তা নিয়ে প্রশ্ন ওঠে। তখন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী পুরসভার ৭৫ কোটি টাকার একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দেন। সেই প্রস্তাবই সকলে মেনে নেন। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুরসভার জঞ্জাল সাফাই দফতরে কর্মী কম থাকায় ৪১৯ জনের মধ্যে ৬৬ জনকে ওই বিভাগের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হবে। জল সরবরাহ দফতরের কাজ দেখভালের দায়িত্ব দেওয়া হবে আরও ৬৬ জনকে। বাকিদের পুরসভার অন্যান্য দফতরের কাজে নিযুক্ত করা হবে।