প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরে চলছে স্বাস্থ্যকেন্দ্রের কাজ। ফলে মিড-ডে মিলের রান্নার ব্যবস্থা হয়েছে বিদ্যালয়ের বারান্দায়। রান্নার ধোঁয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে। জগরামপুর অমরেন্দ্র বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, বারাবার বলা সত্ত্বেও পঞ্চায়েত প্রধান বিষয়টি নিয়ে কর্ণপাত করছেন না।
উলুবেড়িয়া ২ ব্লকের জোয়ারগোড়ি পঞ্চায়েতের জগরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ঘর নতুন করে তৈরি করার কথা হয়। ফলে অস্থায়ীভাবে স্বাস্থ্যকেন্দ্র চালানোর জন্য জগরামপুর অমরেন্দ্র বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর নিয়েছিল স্থানীয় পঞ্চায়েত। কিন্তু বছর পার হয়ে গেলেও স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি হয়নি। ফলে প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরেই চলছে স্বাস্থ্যকেন্দ্র।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটি অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। ব্লক প্রশাসন নজর দিচ্ছে না। স্থানীয় বাসিন্দা সুদীপ ঘোষ ও নারায়ণ মণ্ডল জানান, আগে জগরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রে টালির ছাউনি ছিল। বছর খানেক আগে ব্লক প্রশাসন থেকে স্বাস্থ্যকেন্দ্রেটি ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত হয়। স্থানীয় পঞ্চায়েত থেকে জগরামপুর অমরেন্দ্র বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরে অস্থায়ীভাবে স্বাস্থ্যকেন্দ্র চালানোর ব্যবস্থা করা হয়। অভিযোগ, জগরামপুর উপস্বাস্থ্যকেন্দ্রের নতুন ঘর তৈরি হলেও জানলা, দরজা ও মেঝের কাজ হয়নি। স্বাস্থ্যকেন্দ্রটি ফাঁকা পড়ে থাকার ফলে সন্ধ্যার পর সেখানে মদের আসর বসছে।