ভদ্রকালী দত্ত পাড়া লেনে পুকুরের একাংশ বুজিয়ে নির্মাণের অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন।
মঙ্গলবার শ্রীরামপুরের মহকুমাশাসক তনয় দেব সরকারের নির্দেশে সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে যান। তাঁদের সঙ্গে ছিলেন উত্তরপাড়া পুরসভা, বিএলআরও দফতরের আধিকািরকরাও। মহকুমা শাসক বলেন, ‘‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পুকুর বুজিয়ে নির্মাণের ঘটনায় নিশ্চিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’’
উত্তরপাড়ার দত্ত পাড়া লেনে একটি পুরনো কারখানা লাগোয়া বাড়ি ছিল। সেই জমিতেই ছিল মোট দুটি পুকুর। পুরনো বাড়ি-সহ কারখানা, দুটি পুকুর লাগোয়া কয়েক বিঘে জমি স্থানীয় এক ঠিকাদার কিনে নেন। সেখানেই নির্মাণের কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগে। দুটি পুকুরের মধ্যে একটি ১২ কাঠার। অভিযোগ উঠেছে, সেই পুকুরটিরই একাংশ বুজিয়ে ফেলে নির্মাণ করা হয়েছে।