ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রবিবার রাতে ডোমজুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি ডোমজুড় গ্রামীণ হাসপাতাল সংলগ্ন উত্তরপাড়ায়।
মৃতের রক্তের রিপোর্ট সংক্রান্ত কাগজ পরীক্ষা করে সোমবার সন্ধ্যায় হাওড়া জেলা স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, এই মৃত্যুর কারণ ডেঙ্গি। মৃতের নাম, অশোককুমার রায় (৬৩)। তিনি স্বাস্থ্য দফতরেরই অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, হাওড়া জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
জেলা স্বাস্থ্য দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন দশেক আগে অশোকবাবুর জ্বর হয়েছিল। জ্বর না কমায় তাঁকে হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। রবিবার রাতে সেখানেই মারা যান তিনি। সোমবার বিকেলে অশোকবাবুর বাড়ি যে এলাকায় সেখানে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তাঁর সঙ্গে ছিলেন ডোমজুড়ের বিডিও রাজা ভৌমিক-সহ স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের কয়েকজন কর্তা।
পরিদর্শন শেষে ভবানীদেবী বলেন, ‘‘এই এলাকা ঘিঞ্জি। নোংরা পরিবেশ। নিকাশি নালাগুলি ময়লায় ভর্তি। পঞ্চায়েত সমিতিকে দ্রুত নোংরা সাফ করতে বলা হয়েছে। একইসঙ্গে আশা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠাতে বলা হয়েছে।’’ ডোমজুড় ব্লক প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা থেকেই সাফাইয়ের কাজ শুরু হয়েছে।
হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, গত বছর ডোমজুড়ে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একাধিক মৃত্যু হয়েছিল। ওই কর্তার দাবি, ‘‘ডেঙ্গিতে একটি মৃত্যুর ঘটনা ঘটলেও এ বারের পরিস্থিতি গত বছরের মতো বিপজ্জনক নয়।’’