Advertisement
০১ মে ২০২৪

মিল ম্যানেজার জখম চন্দননগরে

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন চন্দননগরের গোন্দলপাড়া চটকলের ম্যানেজার। শনিবার দুপুরে ওই ঘটনার পরে তন্ময় বেরা নামে ওই ম্যানেজারকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৬ ০১:১৫
Share: Save:

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন চন্দননগরের গোন্দলপাড়া চটকলের ম্যানেজার। শনিবার দুপুরে ওই ঘটনার পরে তন্ময় বেরা নামে ওই ম্যানেজারকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চটকল কর্তৃপক্ষ কিছু দিন আগে একজন শ্রমিকপিছু তিনটি যন্ত্র দেখভালের নির্দেশ দেন। তাতে শ্রমিকেরা রাজি নন। তন্ময়বাবু এ দিন কর্তৃপক্ষের নির্দেশমতো কাজ করতে বলতে শ্রমিকেরা কাজ বন্ধ করে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তখনই ওই কাণ্ড। কয়েক জন তাঁকে ঠেলা মারে বলেও অভিযোগ। তবে, এ নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। চটকল-মালিক কর্ণধার সঞ্জয় কাজোরিয়া জানান, বহিরাগত-ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে। এতে উৎপাদনে সমস্যা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manager jute mill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE