Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রাস্তা থেকে তুলে আহতকে হাসপাতালে পাঠালেন মন্ত্রী

রবিবার সকাল সওয়া ১১টা। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটছে মন্ত্রীর কনভয়। বালির নর্থ ঘোষপাড়ায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
বালি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০০:৫৭
Share: Save:

রবিবার সকাল সওয়া ১১টা। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটছে মন্ত্রীর কনভয়। বালির নর্থ ঘোষপাড়ায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির আগে যাচ্ছিল একটি টেম্পো। জগাছার একটি রেস্তোরাঁর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে যায়। চালক-সহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। চোখের সামনে ওই দুর্ঘটনা দেখে গাড়ি থেকে নেমে পড়েন সেচমন্ত্রী। এগিয়ে গিয়ে জখম টেম্পোচালক বিজয়কে তুলে ধরে বসান। তাঁর বাঁ হাতের ক্ষতস্থান নিজের রুমাল দিয়ে বেঁধে দেন। তাঁকে জল খাওয়ান। কোনা ট্রাফিক গার্ডের আইসিকে ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে বলেন। তড়িঘড়ি হাওড়া সিটি পুলিশের অ্যাম্বুল্যান্স সেখানে পৌঁছে যায়। বিজয় ও তাঁর সঙ্গীদের তাতে তুলে দিয়ে হাওড়া জেলা হাসপাতালের সুপারকে ফোন করে রাজীববাবু আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেন। মন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মানুষের বিপদে পাশে দাঁড়াতে বলেছেন। আমি আগে একজন মানুষ, তার পরে মন্ত্রী। তাই একজন মানুষ হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Minister injured hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE