দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্ক ছড়াল লিলুয়ার বি রোডে। রবিবার রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হল রাস্তার পাশে দাঁড়ানো একটি অটোয়। আগুন লাগানোর চেষ্টা হল স্থানীয় ক্লাবেও। পুড়িয়ে দেওয়া হল ক্লাবের দরজার পর্দা।
কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনার দিন গভীর রাতে মুখে রুমাল বাঁধা ৭-৮ জন দুষ্কৃতীর একটি দলকে এলাকায় লাঠি ও তলোয়ার নিয়ে ঘুরতে দেখা গিয়েছে। ওই দলটিই এই কাণ্ড ঘটিয়েছে বলে তাঁদের ধারণা। এই ঘটনার পরেই সোমবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কী কারণে এই হামলা, তা রাত পর্যন্ত পরিষ্কার হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সরস্বতী পুজোর আগের দিন থেকেই বি রোড সংলগ্ন এলাকায় রাতে নানা রকম অঘটন ঘটছিল। কখনও সকালে ঘুম থেকে ওঠার পরে এলাকার লোকজন দেখছেন পাড়ার একটি শুকনো গাছে আগুন লেগে ঝলসে গিয়েছে। সেই সঙ্গে পুড়ে মারা গিয়েছে গাছের গুঁড়ির কোটরে আশ্রয় নেওয়া চারটি কুকুর ছানা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৭ তারিখ রাতে একটি আলমারি তৈরির কারখানার জিনিসপত্র রাস্তায় ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে এলাকার মানুষ এই ঘটনার খবর জানলেও ততটা গুরুত্ব দেননি। কিন্তু সোমবার সকালেই এলাকার বাসিন্দারা জানতে পারেন, রবিবার গভীর রাতে বি রোডের রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা স্থানীয় বাসিন্দা সাধনা কানুর অ়টোয় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগানো হয়েছে এলাকার অন্যতম বড় ক্লাবের কল্যাপসিব্ল গেটের ভিতরে ঝোলানো পর্দায়।