Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অবনীন্দ্রনাথের বাড়ির দায়িত্ব পুরসভার হাতে

অবন ঠাকুরের বাড়ির দায়িত্ব নিল পুরসভা। মঙ্গলবার স্টেট হেরিটেজ কমিশনের তালিকাভুক্ত কোন্নগরে গঙ্গা পাড়ের ওই ভবনটি পুর-কর্তৃপক্ষের হাতে এসেছে। 

ঐতিহ্য: কোন্নগরে অবন ঠাকুরের বাড়ি। —নিজস্ব চিত্র।

ঐতিহ্য: কোন্নগরে অবন ঠাকুরের বাড়ি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোন্নগর শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০২:৪৬
Share: Save:

অবন ঠাকুরের বাড়ির দায়িত্ব নিল পুরসভা। মঙ্গলবার স্টেট হেরিটেজ কমিশনের তালিকাভুক্ত কোন্নগরে গঙ্গা পাড়ের ওই ভবনটি পুর-কর্তৃপক্ষের হাতে এসেছে।

এর আগে বাড়িটি হাতবদল হয়ে এক প্রমোটারদের কাছে চলে গিয়েছিল। কলকাতার এক প্রমোটার সেখানে আবাসন তৈরির জন্য পুরসভার কাছে বিধিবদ্ধ দরখাস্তও করেন কয়েক বছর আগে। তখনই পুর কর্তৃপক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি রক্ষার চেষ্টা শুরু করেন। ঐতিহ্যশালী বাড়িটি বাঁচাতে কলকাতায় পদযাত্রাও করা হয়।

পুর কর্তৃপক্ষ প্রমোটারের কাছ থেকে উচিত মূল্যে বাগান বাড়ি কেনার প্রস্তাব দেন। প্রাথমিক ভাবে প্রমোটার রাজি হলেও পাল্টা শর্ত আরোপ করেন, বাড়িটি ছেড়ে দিলেও বাগানের অন্য অংশে বহুতল নির্মাণ করবেন তিনি। রাজি হয়নি পুরসভা।

কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঐতিহ্যবাহী বাগানবাড়িটি খণ্ডিত ভাবে থাকুক আমরা চাইনি। ওই বাগানবাড়ি আমাদের গর্ব।’’ অবনীন্দ্রনাথের ‘জোড়াসাঁকোর ধারে’ বইটিতে কোন্নগরের বাগান বাড়ির উল্লেখ আছে। ওই বাগান বাড়িতে ছোটোবেলায় নানা স্মৃতি লিপিবদ্ধ করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জনমত তৈরি করেন। গত ২১ ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবসে কবিকণ্ঠে কবিতা পাঠের আসরেরও আয়োজন করেন তাঁরা। সেই অনুষ্ঠানেও পুরপ্রধানের কাছে ঐতিহ্য রক্ষার দাবি জানান বিশিষ্টরা। অবশেষে মঙ্গলবার পুরসভার নামে ওই বাগানবাড়িটি রেজিস্ট্রি করা হয়।

বাপ্পাদিত্য বলেন, ‘‘আমাদের নানা পরিকল্পনা রয়েছে। অতীতে বাগান বাড়িটির যে চেহারা ছিল, সেই আদলেই বাড়ির সংরক্ষণ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abanindranath Tagore Kommagar Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE