Advertisement
০১ অক্টোবর ২০২৩

আরও তিনটি পুরসভায় শপথ

শুরুটা হয়েছিল উত্তরপাড়া, ডানকুনি, চন্দননগর, চুঁচুড়া এবং বাঁশবেড়িয়া দিয়ে। বুধবারের পরে বৃহস্পতিবার হুগলির আরও তিনটি পুরসভার কাউন্সিলরেরা শপথ নিলেন। পুরসভাগুলি হল— শ্রীরামপুর, আরামবাগ এবং বৈদ্যবাটি। শ্রীরামপুরে পুরপ্রধান হিসেবে শপথ নিলেন অমিয় মুখোপাধ্যায়। এই নিয়ে তিনি তৃতীয় বার পুরপ্রধান হলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:৩২
Share: Save:

শুরুটা হয়েছিল উত্তরপাড়া, ডানকুনি, চন্দননগর, চুঁচুড়া এবং বাঁশবেড়িয়া দিয়ে। বুধবারের পরে বৃহস্পতিবার হুগলির আরও তিনটি পুরসভার কাউন্সিলরেরা শপথ নিলেন। পুরসভাগুলি হল— শ্রীরামপুর, আরামবাগ এবং বৈদ্যবাটি। শ্রীরামপুরে পুরপ্রধান হিসেবে শপথ নিলেন অমিয় মুখোপাধ্যায়। এই নিয়ে তিনি তৃতীয় বার পুরপ্রধান হলেন। ২৯ আসনের ওই পুরসভায় অমিয়বাবুর পাশাপাশি বাকি কাউন্সিলরেরাও শহরের টাউন হলে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে শপথবাক্য পাঠ করেন। কংগ্রেসের একমাত্র কাউন্সিলর শিখা রায় তৃণমূলের বোর্ডকে সমর্থনের কথা লিখিত ভাবে জানান। চেয়ারম্যান পদের নির্বাচনে বামেরা ভোট দানে বিরত ছিল। বৈদ্যবাটিতে পুরপ্রধান হিসেবে নতুন মুখ তৃণমূলের অরিন্দম গুঁইন। শ্রীরামপুর এবং বৈদ্যবাটি— দুই পুরসভাতেই যান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরামবাগে পুরপ্রধান পদে শপথ নিলেন স্বপন নন্দী। এই নিয়ে দ্বিতীয় বার তিনি পুরপ্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন। আগের বার অবশ্য তাঁর দল তৃণমূল মাঝপথে পুরবোর্ডের দখল নেওয়ায় তিনি পুরপ্রধান হয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE