Advertisement
E-Paper

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত নির্দল প্রার্থীর সঙ্গী, প্রতিবাদে অবরোধ

বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে বৈদ্যবাটিতে নির্দল প্রার্থীর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শাসক দলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই পুলিশ অনৈতিক ভাবে ওই যুবককে গ্রেফতার করেছে, এই অভিযোগ তুলে বুধবার শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান দুই নির্দল প্রার্থী এবং তাঁদের সমর্থকরা। পুলিশের অবশ্য দাবি, অসিত দাস নামে ওই যুবকের কাছে একটি পাইপগান পাওয়া গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০৩:১৪
জিটি রোড অবরোধ বিক্ষোভকারীদের।—নিজস্ব চিত্র।

জিটি রোড অবরোধ বিক্ষোভকারীদের।—নিজস্ব চিত্র।

বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে বৈদ্যবাটিতে নির্দল প্রার্থীর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। শাসক দলের প্রার্থীকে সুবিধা পাইয়ে দিতেই পুলিশ অনৈতিক ভাবে ওই যুবককে গ্রেফতার করেছে, এই অভিযোগ তুলে বুধবার শেওড়াফুলি ফাঁড়ির সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান দুই নির্দল প্রার্থী এবং তাঁদের সমর্থকরা। পুলিশের অবশ্য দাবি, অসিত দাস নামে ওই যুবকের কাছে একটি পাইপগান পাওয়া গিয়েছে। সেই কারণেই তাকে ধরা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ওই ঘটনায় তাঁদের কোনও ভূমিকা নেই।

স্থানীয় সূত্রের খবর, ধৃত যুবক বৈদ্যবাটির বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রবীর পালের ঘনিষ্ঠ। পুলিশের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ শেওড়াফুলি থেকে পাইপগান-সমেত অসিতকে গ্রেফতার করা হয়। ঘটনার প্রতিবাদে এ দিন সকাল সওয়া এগারোটা নাগাদ প্রবীরবাবু শ’খানেক লোকজন নিয়ে ফাঁড়ির মোড়ে জিটি রোডে অবরোধ শুরু করেন। আরও এক নির্দল প্রার্থী সেখানে আসেন। ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী অমিয় মুখোপাধ্যায়ও অবরোধে সামিল হন। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় যানজট হয়ে যায়। সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে।

প্রবীরবাবুর অভিযোগ, ‘‘অসিতের কাছে আদৌ আগ্নেয়াস্ত্র ছিল না। ও ভাল ছেলে। আমার হয়ে প্রচার করাতেই পুলিশ জামিন অযোগ্য ধারায় মিথ্যা মামলা সাজিয়েছে।’’ তাঁর প্রধান প্রতিপক্ষ, তৃণমূল প্রার্থী অজয়প্রতাপ সিংহের বিরুদ্ধে প্রবীরবাবুর তোপ, ‘‘ওঁর নির্দেশেই পুলিশ এটা করল।’’ এ ব্যাপারে অজয়বাবু বলেন, ‘‘পুলিশ কাকে ধরবে না ধরবে, সেটা কি আমরা নিয়ন্ত্রণ করি! এটা তো সম্পূর্ণ পুলিশ-প্রশাসনের ব্যাপার। হেরে যাওয়ার ভয়ে কেউ যদি এমন কষ্টকল্পিত গল্প বানান, কী বলতে পারি?’’ পুলিশ সূত্রের খবর, ধৃত যুবক এর আগেও বেআইনি ভাবে জমি কেনাবেচার অভিযোগে গ্রেফতার হয়েছিল।

Sheoraphuli. police municipal election BJP independent candida Prabir Pal agitation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy