Advertisement
E-Paper

ঘরের ছেলের ফেরার অপেক্ষায় পাণ্ডুয়া, বলাগড়

রুজির টানে ইয়েমেনে গিয়ে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় হুগলির তিন যুবক সে দেশে আটকে গিয়েছেন। সোনার কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু যুবক নিয়মিত সে দেশে যাতায়াত করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৫ ০১:৪০

রুজির টানে ইয়েমেনে গিয়ে সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় হুগলির তিন যুবক সে দেশে আটকে গিয়েছেন।

সোনার কারিগর হিসেবে পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু যুবক নিয়মিত সে দেশে যাতায়াত করেন। কিন্তু ইয়েমেনে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় পশ্চিমবঙ্গের যুবকেরা আটকে গিয়েছেন সেখানে। তাঁরা চেষ্টা করেও ভারতে ফিরতে পারছেন না। ওই যুবকদের মধ্যে দু’জন পাণ্ডুয়ার এবং একজন বলাগড়ের। তাঁদের বাড়ির লোকজন ঘোর দুশ্চিন্তায়। ওই যুবকদের মধ্যে একজন অবশ্য বুধবার পাণ্ডুয়ার বাড়িতে যোগাযোগ করে জানিয়েছেন, তাঁরা বাড়িতে ফেরার চেষ্টা করছেন। শুধু ওঁরাই নন, এই পরিস্থিতিতে সেখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু যুবক আটকে গিয়েছেন।

পাণ্ডুয়ার রানাগড় থেকে গত ডিসেম্বরে ইয়েমেনে যান শেখ আব্দুল রসিদ। বাবা শেখ আমের আলি বলেন, ‘‘ছেলে সোনার কারিগর। গত কয়েক বছর ধরে ছেলে কাজে সে দেশে যায়। ফিরেও আসে। কিন্তু এবার তো আর ওঁরা ফিরতে পারছে না। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি আমার ছেলে এবং অন্য যাঁরা একই পরিস্থিতিতে রয়েছেন তাঁদের যেন ফেরার একটা ব্যবস্থা করে সরকার। ’’

একই পরিস্থিতি পাণ্ডুয়ার অপর বাসিন্দা যুবক সইফার রহমনের। তিনি বছর দু’য়েক আগে সে দেশে যান। তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এর মাঝে তিনি দেশে ফেরেননি। কিন্তু এখন অন্যরকম পরিস্থিতি। তিনি দেশে ফিরতে চান। তার বাড়ির লোকজনও ছেলের জন্য উদগ্রিব। কিন্তু এখন পরিস্থিতি বিরুদ্ধ। একইভাবে হুগলির বলাগড়ের যুবক সেখ সইদুলও আটকে গিয়েছেন ইয়েমেন। তাঁদের সবার পরিস্থিতিই এখন এক।

জেলা প্রশাসন সূত্রের খবর, প্রশাসনের কাছে উদগ্রিব বাড়ির লোকজন নানা সময় যোগাযোগ করছেন কোনও ভাবে যদি আটককে পড়া যুবকদের ফেরানো যায়। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা অবশ॥ বলেন,‘‘আমরা সরকারের উচ্চ পযায়ে পুরো বিষয়ে অবহিত করা ছাড়া এই পরিস্থিতিতে আমাদের আর কিছুই করার নেই।’’ প্রশাসনেরই একটি সূত্রের খবর, ‘‘আপাতত আটকে পাড়া পশ্চিমবঙ্গের যুবকদের কেউ কেউ একটি জাহাজে চড়ে আফ্রিকায় এসেছেন। সেখান থেকে তাঁরা কোনওভাবে ভারতে ফেরার চেষ্টা করছেন। ’’

yemen hooghly pandua balagarh west bengal administration gold
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy