Advertisement
১১ মে ২০২৪

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যু, ভাঙচুর-বিক্ষোভ

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করলেন একদল গ্রামবাসী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া হাসপাতালে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম সফর আলি (৫২)। বাড়ি উলুবেড়িয়ারই চণ্ডীপুর পঞ্চায়েতের প্রসাদপুরে।

ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র।

ভাঙচুরের পরে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৬ ০০:০৪
Share: Save:

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করলেন একদল গ্রামবাসী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে উলুবেড়িয়া হাসপাতালে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্রের খবর, মৃতের নাম সফর আলি (৫২)। বাড়ি উলুবেড়িয়ারই চণ্ডীপুর পঞ্চায়েতের প্রসাদপুরে। পেশায় রঙের মিস্ত্রি সফর চোখের সমস্যা নিয়ে রবিবার বিকেলে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার বেলা দেড়টা নাগাদ তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় চোখে অস্ত্রোপচারের জন্য। কিছুক্ষণ পরে সেখানেই তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে একদল গ্রামবাসী হাসপাতালে ঢুকে পড়ে। তারা সুপারের পাশের প্রশাসনিক দফতরে ঢুকে ভাঙচুর চালায়। কম্পিটার, টেবিল ও জানলার কাচ ভেঙে দেয়। ভয়ে কর্মীরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের জামাই সফর আলি চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনলেও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, ‘‘আমাদের কেউ ভাঙচুরের সঙ্গে জড়িত নন।’’ অন্য দিকে হাসপাতালের পক্ষ থেকেও পুলিশের কাছে ভাঙচুরের কোনও অভিযোগ দায়ের করা হয়নি। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি হাসপাতাল সুপার সুদীপরঞ্জন কাঁড়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vandalised Uluberia Medical Negligence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE