কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে সোমবার হাওড়া ও হুগলির নানা প্রান্তে বিক্ষোভ দেখাল রাজ্যের শাসকদল তৃণমূল। ট্রেন, সড়ক অবরোধ করা হল। বিক্ষোভ সভা, মিছিল হল। অবরোধের জেরে নাকাল হতে হলে পথে বেরনো সাধারণ মানুষ।
তারকেশ্বরে সকাল সওয়া ন’টা নাগাদ ট্রেন অবরোধ করা হয়। তার ফলে অফিসের ব্যস্ত সময়ে ওই শাখায় হাওড়াগামী ডাউন লোকাল ট্রেন ছাড়তে দেরি হয়। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে। বেলা পৌনে ১২টা নাগাদ কোন্নগরে রেল অবরোধ করা হয়। এখানেও প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে। তার জেরে হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া এবং তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
কোন্নগর স্টেশন সংলগ্ন নৈটি রোডেও বিক্ষোভ চলে। সকাল সাড়ে ৮টা নাগাদ চাঁপাডাঙায় রাস্তা অবরোধ করেন শাসক দলের কর্মী-সমর্থকেরা। গোঘাটের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবরোধ করা হয়। কামারপুকুর, মদিনা, গোঘাট মোড়ে অবরোধ হয়। সব জায়গাতেই কমবেশি আধঘণ্টা অবরোধ স্থায়ী হয়েছিল। এর ফলে অহল্যাবাই রোড, তারকেশ্বর-আরামবাগ রোড, আরামবাগ-মেদিনীপুর সড়ক, আরামবাগ-বিষ্ণুপুর সড়ক-সহ বিভিন্ন রাস্তায় যানজট হয়।
ঘড়ির মোড়, ব্যান্ডেল মোড়, পিপুলপাতি, সুগন্ধ্যা মোড়, তালডাঙা-সহ চুঁচুড়া বিধানসভার এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়। সিঙ্গুরে মিছিলে আন্দোলনকারীদের অনেকেরই মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।
রবিবার চুঁচুড়ার পিপুলপাতিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে রাজ্যের শাসক দলকে একহাত নেন তিনি। আগামী বৃহস্পতিবার একই মাঠে পাল্টা সভা করবে তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ওই সভায় উপস্থিত থাকার কথা। তপনবাবু বলেন, ‘‘ওরা গোটা জেলার লোক নিয়ে সভা করেছে। আমাদের সভায় শুধু চুঁচুড়া বিধানসভা এলাকার মানুষ থাকবেন। মানুষ কার সাথে রয়েছেন, আমাদের সভাতেই ওরা টের পাবে।’’
সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ডাঁসি স্টেশনে রেল অবরোধ করা হয়। দুপুরে উলুবেড়িয়ার পানপুর মোড়ের কাছে কিছুক্ষণ মুম্বই রোড অবরোধ করা হয়। উলুবেড়িয়া স্টেশন থেকে কালীবাড়ি পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় জয়পুরের বিভিন্ন এলাকায়। হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল সভাপতি পুলক রায় বলেন, ‘‘জেলার বিভিন্ন এলাকায় আমাদের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল
করা হয়েছে।’’