Advertisement
২০ এপ্রিল ২০২৪
মুগকল্যাণ প্রাইমারি স্কুল

ভবন হলেও মেটেনি সমস্যা, স্কুল চলছে অন্যত্র

বছর তিনেক আগে তৈরি হয়ে গিয়েছে স্কুল ভবন। কিন্তু পরিকাঠামোয় খামতি থাকায় আজও সেখানে ক্লাস চালু করা যায়নি। ফলে বাগনানের মুগকল্যাণ প্রাইমারি স্কুলের পঠনপাঠন চলছে মুগকল্যাণ হাইস্কুলে। কিন্তু সকালে স্কুল হওয়ায় অভিভাবকদের অভিযোগ, অনেকেই স্কুলে যেতে সমস্যায় পড়ছে। বিশেষ করে যারা দূর থেকে আসে।

নিজস্ব সংবাদদাতা
বাগনান শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০২:২৪
Share: Save:

বছর তিনেক আগে তৈরি হয়ে গিয়েছে স্কুল ভবন। কিন্তু পরিকাঠামোয় খামতি থাকায় আজও সেখানে ক্লাস চালু করা যায়নি। ফলে বাগনানের মুগকল্যাণ প্রাইমারি স্কুলের পঠনপাঠন চলছে মুগকল্যাণ হাইস্কুলে। কিন্তু সকালে স্কুল হওয়ায় অভিভাবকদের অভিযোগ, অনেকেই স্কুলে যেতে সমস্যায় পড়ছে। বিশেষ করে যারা দূর থেকে আসে।

স্কুলভবন হয়ে গিলেও সেখানে ক্লাস শুরু না হওয়া নিয়ে ওই স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ভবনটিতে একটি মাত্র ঘর। সেখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পঠনপাঠন সম্ভব নয়। সমস্যা জানিয়ে সর্বশিক্ষা মিশন প্রকল্পে আরও ঘর তৈরির জন্য বাগনান-২ ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ১৯২৯ সাল থেকে প্রাইমারি স্কুলটি চলছে মুগকল্যাণ হাইলস্কুলে। ২০১২ সালে হাইস্কুলের দেওয়া জায়গায় ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ করে প্রাইমারির পঠনপাঠনের জম্য একটি ঘর তৈরি হয়। ব্লক প্রশাসনের তরফে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষকে সেখানে চলে যেতে বলা হলেও পরিকাঠামোর অভাবের কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষ সেখানে যেতে রাজি হয়নি। পাশাপাশি স্কুলের তরফে সর্বশিক্ষা মিশনের অধীনে স্কুলের ঘর বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। ব্লক প্রশাসনেক এক কর্তা জানান, প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের আবেদন পেয়েছি। তা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সর্বশিক্ষা মিশন প্রকল্পের হাওড়া জেলা অধিকর্তা বোলান ভট্টাচার্য বলেন, ‘‘এমন সমস্যার কথা জানা নেই। খোঁজ নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করব।’’ প্রধান শিভক অভিজিৎ দাস বলেন, ‘‘পরিকাঠামোর উন্নতির পাশপাশি স্কুলের ঘরের সংখ্যা বাড়লে সেখানে দুপুরে ক্লাস করা যাবে। সে ক্ষেত্রে বর্ষায়, শীতে সকালে ছাত্রচাত্রীদের আসার সমস্যা দূর হবে।’’

হাইস্কুলের প্রধান শিক্ষক, অশোক মুন্সী বলেন, ‘‘স্কুলের ছাত্রসংখ্যা বেড়েছে। প্রাইমারী স্কুলটি নিজেদের ভবনে চলে গেলে ওই ঘরটি পেলে আমাদেরও সুবিধা হবে।।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Primary student school howrah southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE