Advertisement
E-Paper

যোগাসনে জয়ী রিষড়ার ক্লাব

শ্রীরামপুরের ক্রীড়া ভারতী এবং ঘোষেজ যোগা অ্যাকাডেমির সহযোগিতায় যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছিল হুগলি জেলা যোগা অ্যাসোসিয়েশন। ৪১ তম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতাটি হয় শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে।

নিজস্ব সংবাদদাতার

শেষ আপডেট: ১৬ জুন ২০১৫ ০১:২৫

শ্রীরামপুরের ক্রীড়া ভারতী এবং ঘোষেজ যোগা অ্যাকাডেমির সহযোগিতায় যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছিল হুগলি জেলা যোগা অ্যাসোসিয়েশন। ৪১ তম হুগলি জেলা যোগাসন প্রতিযোগিতাটি হয় শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে।

জেলার ২১টি ক্লাবের ২৫৮ জন প্রতিযোগী যোগা দিয়েছিল। বালক এবং বালিকা— দুই বিভাগেই বয়সের ভিত্তিতে ৬টি করে গ্রুপ করা হয়। দলগত চ্যাম্পিয়ন হয় রিষড়ার ঐকতান গণ সংস্কৃতি সঙ্ঘ। তাদের সংগৃহীত পয়েন্ট ৮২। রানার্স সাহাগঞ্জ ব্যায়াম সমিতি পেয়েছে ৩৯ পয়েন্ট। বালকদের বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়নদের নিয়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ‘যোগকুমার’ পুরস্কার পেয়েছে হিন্দমোটর তরুণ সঙ্ঘের জ্যোতিষ্ক বাইন। বালিকা বিভাগে ওই শিরোপা পেয়েছে ঐকতান গণ সংস্কৃতি সঙ্ঘের সাক্ষী দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত রায়, উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব, ক্রীড়া ভারতীর কর্মকর্তা শ্যামল বসু, ভাস্কর ভট্টাচার্ষ প্রমুখ।

Rishra Sreerampur Hindustan Motors Shyamal Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy