Advertisement
E-Paper

অসুস্থ বন্ধুর পাশে দাঁড়াতে ন‌াটক, গা‌ন

বন্ধু রামিজ খান জটিল অসুখে ভুগছেন। চিকিৎসার টাকা জোগাড়ের সামর্থ্য নেই পরিবারের। তাতে কী! মন খারাপ করে বাড়িতে বসে থাকা বা স্যোশাল মিডিয়ায় দুঃখের কাহিনী পোস্ট করা নয়, বন্ধুর চিকিৎসার খরচ জোগাড়ে ওঁরা রাস্তায় নেমেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৫
পথনাটক। — নিজস্ব চিত্র।

পথনাটক। — নিজস্ব চিত্র।

বন্ধু রামিজ খান জটিল অসুখে ভুগছেন। চিকিৎসার টাকা জোগাড়ের সামর্থ্য নেই পরিবারের। তাতে কী! মন খারাপ করে বাড়িতে বসে থাকা বা স্যোশাল মিডিয়ায় দুঃখের কাহিনী পোস্ট করা নয়, বন্ধুর চিকিৎসার খরচ জোগাড়ে ওঁরা রাস্তায় নেমেছেন।

গত রবিবার শ্রীরামপুর স্টেশনের সামনে নাটক, নাচ, গান, আবৃত্তি নিয়ে হাজির হয়েছিলেন গীতশ্রী, প্রিয়াঙ্কা, অধিরথ, মায়া, অন্বয়, সৌরভরা। নাচ-গানের ফাঁকে ফাঁকে পথচলতি মানুষ বা রেল‌যাত্রীদের কাছে সাহায্য চাইছিলেন তাঁরা। নৈহাটির নাট্যদল ‘বিহঙ্গ’ যেমন নাটক পরিবেশন করল, তেমনি নৃত্য পরিবেশন করলেন রূপান্তরকামী মায়া। নাচ-গানের মধ্যেই বিপদের সময় সহ-নাগরিকের পাশে দাঁড়ানোর পক্ষে জোরাল সওয়াল উঠল। বন্ধুর আরোগ্য কামনায় এবং পাশে থাকার বার্তা নিয়ে রাস্তায় বসে লেখা হল পোস্টার। কয়েক ঘণ্টার চেষ্টায় উঠে এল হাজার পাঁচেক টাকা। এর পরে ট্রেনে গান গেয়ে অর্থসাহায্য চাওয়ার ব্যাপারে মনস্থ করেছেন অধিরথরা। গীতশ্রী, প্রিয়াঙ্কা, সৌরভ জানান, হাওড়া এবং শিয়ালদহ শাখার ট্রেনে গান গেয়ে রামিজের চিকিৎসার জন্য তাঁরা টাকা জোগাড়ে নামবেন।

শ্রীরামপুরের মল্লিকপাড়ায় এক চিলতে ঘরে বসে পিতৃহীন রামিজ বলেন, ‘‘ঘাড়ে টিউমার হয়েছিল। স্নায়ু অকেজো হয়ে যাচ্ছিল। শিরায় টান ধরছিল। বছর খানেক আগে এক বার অস্ত্রোপচার হয়েছিল। তবে পুরোপুরি সুস্থ হতে ফের স্নায়ুর জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। যার জন্য দরকার কয়েক লক্ষ টাকা। আগেও এঁরাই পাশে দাঁড়িয়েছিলেন। এ বারও আমার জন্য পথে নেমেছেন। ভরসা দিয়ে বলেছেন ‘তুই একা নোস’।

Road drama Money Friend's Treatment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy