দীর্ঘ দিন পরে নির্বাচন হল সাঁকরাইল থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের। রবিবার বিকেলে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংস্থার নতুন সভাপতি হয়েছেন শঙ্কর মল্লিক ও সম্পাদক তপন পাল। শঙ্করবাবু সাঁকরাইল অ্যাথলেটিক ক্লাবের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপনবাবু নির্বাচিত হয়েছেন ব্লক প্রশাসনের প্রতিনিধি হিসেবে। সংস্থা সূত্রে খবর, ২০০৬ সালে শেষ বার ভোট হয়েছিল। এ দিন অবশ্য অফিসিয়াল প্যানেলের বিরুদ্ধে অন্য কোনও প্যানেল জমা পড়েনি। সংস্থার পূর্বতন সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, ‘‘আমি দীর্ঘদিন দায়িত্বে ছিলাম। এ বার নতুন কেউ দায়িত্ব নিক সেটাই চেয়েছিলাম। নতুন কমিটিকে সাধ্যমতো সাহায্য করব।’’ প্রসঙ্গত, একদা জনপ্রিয় সাঁকরাইল থানা ফুটবল লিগ বেশ কয়েক বছর ধরে বন্ধ। এলাকার মাঠগুলিরও অবস্থা শোচনীয়।
বিষয়টি স্বীকার করে নিয়ে সংস্থার নতুন সম্পাদক তপন পালের আশ্বাস, ‘‘ঠিক সময়ে স্থানীয় লিগ শুরু ও শেষ করা এবং মাঠের নিয়মিত সংস্কারই হবে আমার প্রথম কাজ।’’