মহিলার চুল লক্ষ্য করে এক ধরনের তরল ছোড়ার অভিযোগ উঠল। উত্তরপাড়ার বিভিন্ন এলাকার অনেক মহিলাই এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন।
মহিলাদের অভিযোগ, চুলে ঝাঁঝালো কটূ গন্ধযুক্ত কোনও তরল ছুড়ে দেওয়া হচ্ছে। চিটচিটে ওই হলুদ রঙের তরল চুল থেকে সহজে তোলা যাচ্ছে না। শ্যাম্পু বা জল দিয়ে ধুয়েও তা সাফ করা যাচ্ছে না। এ নিয়ে এলাকায় আতঙ্কও ছড়িয়েছে।
চন্দননগর কমিশনারেটের এক পদস্থ পুলিশ কর্তা অবশ্য বলেন, ‘‘আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। পুলিশি নজরদারি চালানোর পাশাপাশি দুষ্কৃতীদের ধরতে মহিলা পুলিশকে কাজে লাগানো হচ্ছে।’’