Advertisement
E-Paper

দীর্ঘদিন পর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ডোমজুড়ে

দীর্ঘ দিন ধরে মামলায় আটকে থাকার পরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ডোমজুড় ব্লকে। এই ব্লকের অন্তর্গত ১৮টি পঞ্চায়েত অফিস ও ব্লক অফিস থেকে মিলছে আবেদনপত্র। ১২ জুন অবধি আবেদনপত্র পাওয়া যাবে বলে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, ২০০৬-০৭ সালে বাম পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত কমিটি করেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০২:৪৫

দীর্ঘ দিন ধরে মামলায় আটকে থাকার পরে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হল ডোমজুড় ব্লকে। এই ব্লকের অন্তর্গত ১৮টি পঞ্চায়েত অফিস ও ব্লক অফিস থেকে মিলছে আবেদনপত্র। ১২ জুন অবধি আবেদনপত্র পাওয়া যাবে বলে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, ২০০৬-০৭ সালে বাম পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত কমিটি করেছিল। ২০০৮ সালে তৃণমূল এই পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় আসে। পরের বছর সমিতির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পুরনো প্যানেল বাতিলের দাবিতে মামলা করা হয়। আদালত সমিতিকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। কিন্তু বাম সরকার সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে। সেখান থেকে মামলাটি যায় সুপ্রিম কোর্টে। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে পদ্ধতিগত সুবিধার জন্য ডোমজুড় পঞ্চায়েত সমিতি ও রাজ্য সরকার উভয়েই মামলাটি তুলে নেয়। সম্প্রতি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ব্লক অফিসের এক কর্তা জানান, বিজ্ঞপ্তি জারি পর্যন্ত সমগ্র ব্লক এলাকায় অঙ্গনওয়াড়ি শিক্ষিকা পদে ১০১টি ও রাঁধুনি পদে ৬৬টি শূন্যপদ রয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়বে। শিক্ষিকা পদে আবেদন করার জন্য মাধ্যমিক উত্তীর্ণ ও রাঁধুনি পদের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। প্রতি মাসে শিক্ষিকারা প্রায় ৪৬০০ টাকা ও রাঁধুনিরা প্রায় ২৮০০ টাকা করে সাম্মানিক পাবেন। জেলা শিশুকল্যাণ দফতরের এক কর্তা বলেন, ‘‘আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কবে কোথায় পরীক্ষা হবে তা মোট আবেদনকারীর সংখ্যার উপর নির্ভর করছে।’’

domjur southbengal anganwadi supreme court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy