গাঁজা-সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতেরা হল চিরঞ্জিৎ দে, সুরজিৎ দে এবং মুন্না দাস। চিরঞ্জিৎ ও সুরজিতের বাড়ি উত্তরপাড়া থানা এলাকার বারিজীবীতে। তৃতীয় জন শ্রীরামপুরের বটতলা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাত ৮টা নাগাদ ওই তিন জন একটি মোটরবাইকে করে ডানকুনির দিক থেকে রিষড়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুরের কাছে পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে ২৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়। মোটরবাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, ধৃতেরা প্রত্যেকেই হুগলির দাগি সমাজবিরোধী রমেশ মাহাতোর সাগরেদ। গত ফেব্রুয়ারি মাসে কোন্নগরে এক অটোচালককে খুন করে দুষ্কৃতীরা। তারপর মে মাসে রিষড়া বাজারে এক যুবক গুলিতে খুন হন। দু’টি ঘটনাতেই ধৃতেরা জড়িত বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। কয়েক বছর আগে শ্রীরামপুরে এক দুষ্কৃতী খুনের পিছনেও এদের হাত ছিল বলে পুলিশের দাবি। জেলা পুলিশের এক কর্তা জানান, তোলাবাজি নিয়ে সমস্যা হলেই ‘পথের কাঁটা’ সরিয়ে ফেলতে এরা সিদ্ধহস্ত।
স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত মিশন উপলক্ষে বৃহস্পতিবার পাঁচলা-বাউড়িয়া মোড় চত্বর-সহ আশপাশের এলাকা পরিষ্কার করল পাঁচলা মোড় নেতাজি সঙ্ঘ। প্রায় ৫০ জন পুরুষ-মহিলা এতে যোগ দিয়েছিলেন। উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন।