Advertisement
E-Paper

জেলা পরিষদে বিরোধ মেটাতে দলীয় সদস্যদের ডাকল তৃণমূল

হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমানের সঙ্গে অন্য সদস্যদের বিরোধ তুঙ্গে। সেই বিরোধের ফয়সালা করতে আজ, বুধবার বিধানসভায় দু’পক্ষকে ডেকে পাঠালেন দলীয় নেতৃত্ব। দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁদের নিয়ে আলোচনায় বসবেন। হুগলিতে জেলা পরিষদ গঠনের পর থেকেই বির্তক লেগে আছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০০:২৭

হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমানের সঙ্গে অন্য সদস্যদের বিরোধ তুঙ্গে। সেই বিরোধের ফয়সালা করতে আজ, বুধবার বিধানসভায় দু’পক্ষকে ডেকে পাঠালেন দলীয় নেতৃত্ব। দলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাঁদের নিয়ে আলোচনায় বসবেন।

হুগলিতে জেলা পরিষদ গঠনের পর থেকেই বির্তক লেগে আছে। গত কয়েক মাস ধরে সভাধিপতির সঙ্গে অন্য সদস্যদের বিরোধ মাত্রা ছাড়ায়। দলের তরফে মনিটরিং কমিটি গঠন করা হলেও সমস্যা বেড়েছে বই কমেনি। গত ৬ তারিখে কলকাতার নজরুল মঞ্চে দলের নব নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেও হুগলি জেলা পরিষদের সব সদস্যকে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে মমতা বিবদমান দু’পক্ষকেই পরস্পরের সঙ্গে মিলেমিশে কাজ চালাতে বলেন।

তার পরেই নজরুল মঞ্চের অ্যানেক্স হলে ফিরহাদের সঙ্গে বৈঠকে সভাধিপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেক সদস্যই। সভাধিপতির সঙ্গে সরাসরি ঠিকাদারদের যোগসাজসের কথা বলা হয়। জেলার মন্ত্রী বেচারাম মান্নাও মেহবুবের বিরুদ্ধে সরব হন। ফিরহাদ নিজেও সভাধিপতির উপর উষ্মা প্রকাশ করেন। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। দল তাতে অস্বস্তিতে পড়ে। নজরুল মঞ্চের সভায় মমতা নিজে মনোজকে ভর্ৎসনা করেন।

এ বার বিধানসভায় বিরোধ মেটে কি না, সেটাই দেখার।

srerampur hoogly zilla parisad hoogly tmc internal clash becharam manna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy