Advertisement
E-Paper

হাওড়া পুরনিগমে নতুন কমিশনার, চুঁচুড়াতে দায়িত্ব নিলেন নয়া চেয়ারম্যান

দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠান শুরু হতেই অমিত ঘনিষ্ঠ ও বিধায়কের বিরোধী বলে পরিচিত কাউন্সিলররা পুরসভা ছেড়ে বেরিয়ে যান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০২:৪৫
(বাঁ দিকে) হাওড়া পুরসভা এবং হুগলি-চুঁচুড়া পুরসভা (ডান দিকে)।

(বাঁ দিকে) হাওড়া পুরসভা এবং হুগলি-চুঁচুড়া পুরসভা (ডান দিকে)। — ফাইল চিত্র।

হাওড়া পুরসভার নতুন কমিশনার হিসাবে দায়িত্ব নিচ্ছেন প্রসেনজিৎ চক্রবর্তী। অন্য দিকে, বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন সৌমিত্র ঘোষ।

পুর ও নগর উন্নয়ন দফতরের জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত সিনিয়র ডব্লিউবিসিএস আধিকারিক সৌমিত্র। বর্তমানে হাওড়ার পুর কমিশনার বন্দনা পোখরিয়াল। বন্দনাকে এবং অতিরিক্ত জেলাশাসক দিব্যা মুরুগেশনকে জয়েন্ট চিফ ইলেক্টরাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বন্দনার জায়গায় প্রসেনজিৎকে দ্রুত দায়িত্বভার নিতে বলা হয়েছে।

অন‍্য দিকে, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন বিধায়ক অসিত মজুমদারের ঘনিষ্ঠ সৌমিত্র। পূর্বতন চেয়ারম্যান অমিত রায় দলের নির্দেশে পদত্যাগ করার পঁচিশ দিন পরে নতুন চেয়ারম্যান পেল চুঁচুড়া। উড়ল আবিরও।

দল সূত্রে খবর, অমিতের পারফরম্যান্স খারাপ ছিল। লোকসভা ভোটে চুঁচুড়া শহরে ফল ভালো হয়নি তৃনমূলের। তাই অমিতকে দল বাধ্য করে পদত্যাগ করতে। তাঁর পদত্যাগের পরে দলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়েও চর্চা শুরু হয়। বিধায়ক বিরোধী বলেই পরিচিত অমিত। তাঁর সাড়ে তিন বছর চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় পুরসভায় খুব একটা দেখা যায়নি বিধায়ককে। সেই বিধায়ককে এ দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে হাসিমুখে দেখা গেল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠান শুরু হতেই অমিত ঘনিষ্ঠ ও বিধায়কের বিরোধী বলে পরিচিত কাউন্সিলররা পুরসভা ছেড়ে বেরিয়ে যান।

অমিত ঘনিষ্ঠ কাউন্সিলররা বিধায়কের বিপরীত মেরুর হলেও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভাল। প্রসঙ্গত, এই অঞ্চলে সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব তৃণমূলের অন্যতম আলোচনার বিষয়। সেই দ্বন্দ্বের মধ্যেই চেয়ারম্যান বদল শাসকদলকে কতটা স্বস্তি দেবে আলোচনা চলছে তা নিয়েও।

বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল এই প্রসঙ্গে বলেন, ‘‘চেয়ারম্যান কে হবে তা তৃণমূলের নিজস্ব ব্যাপার কিন্তু শহরবাসীর প্রশ্ন তাঁদের পরিষেবার কী হবে? পুরসভার কর্মীরা সময় মত বেতন পান না— এই সমস্যার কী হবে? পুরসভার নাগরিক পরিষেবা থেকে রাস্তাঘাট বেহাল। চেয়ারম্যান বদলে তার সুরাহা হবে কি?’’

চেয়ারম্যান পদে শপথ নিয়ে সৌমিত্র বলেন, ‘‘সবার সঙ্গে আলোচনা করে কাজ করব। নাগরিক পরিষেবার কোনও সমস্যা হবে না।পুরসভার কর্মীরা আমাদের পরিবার।তাঁদের যাতে সমস্যা না হয়— তা-ও দেখব।’’

howrah municupality Chinsurah Municipality
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy