Advertisement
০৬ মে ২০২৪

সিপিএম সমর্থকদের ‘মারধর’

বিধানসভা নির্বাচনে জোট প্রার্থীর এজেন্ট হওয়ায় এক সিপিএম কর্মীর ধানের গোলা এবং খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার রাতে আরামবাগের বাছানরি গ্রামে।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ ও জগৎবল্লভপুর শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ০১:৫৫
Share: Save:

বিধানসভা নির্বাচনে জোট প্রার্থীর এজেন্ট হওয়ায় এক সিপিএম কর্মীর ধানের গোলা এবং খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার রাতে আরামবাগের বাছানরি গ্রামে। হেমন্ত মালিক নামে ওই সিপিএম কর্মীর অভিযোগ, “রবিবার রাত ১টা নাগাদ জনা ছয়েক তৃণমূল কর্মী ঘরে ঢুকে ধানের গোলায় আগুন লাগিয়ে দেয়। থানায় অভিযোগ করলে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়।” পুলিশে জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ হয়নি। রবিবার রাতেই গোঘাটের ভেউটিয়া, মান্দারণ, দড়িনকুণ্ডা গ্রামে সিপিএম কর্মীদের মারধর করা হয়। মান্দারণে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। দু’জন সিপিএম কর্মীকে মারধর করা হয়। ভেউটিয়া এবং দড়িনকুণ্ডায় দু’জন সিপিএম কর্মীকে মারধর করা হয়। বিরোধীদের মারধরের ঘটনা ঘটেছে গ্রামীণ হাওড়াতেও। রবিবার রাতে জগৎবল্লভপুরের দক্ষিণ মাজু গ্রামে সিপিএমের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকেই এই হামলা হয়েছে। আমতার খোসলপুর গ্রামেও তিন জন সিপিএম সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল দু’টি জায়গাতেই অভিযোগ অস্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Lynched TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE