ডেঙ্গি, ম্যালেরিয়া বা আন্ত্রিকের মতো রোগ সামাল দিতে এ বার মাসে তিরিশ দিনই কাজ করবেন হাওড়া পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। পুরসভার নিয়ম অনুযায়ী, তাঁরা আগে মাসে ১৫ দিন কাজ করতেন। এ বার থেকে তিরিশ দিনই বাড়ি-বাড়ি গিয়ে কাজ করবেন তাঁরা। এ জন্য তাঁদের ভাতাও বাড়ানো হচ্ছে।
বুধবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত পুরসভার স্বাস্থ্য দফতরের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন মেয়র রথীন চক্রবর্তী। তিনি জানান, আগে স্বাস্থ্য দফতরের সুপারভাইজারেরা মাসে ১৮০০ টাকা ভাতা পেতেন, এখন থেকে তাঁরা ৩৬০০ টাকা ও বাকি স্বাস্থ্যকর্মীরা মাসে ৩০০০ টাকা পাবেন। পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য জানান, কিছু দিন আগে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভাকে নিয়ে একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, মশা ও জলবাহিত সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ করতে পুরসভার স্বাস্থ্যকর্মীদের সারা বছর কাজ করতে হবে। হাওড়ার মেয়র এ জন্য মুখ্যমন্ত্রীর কাছে এই প্রকল্পে (ওয়েস্ট বেঙ্গল আর্বান এমপ্লয়মেন্ট স্কিম) বরাদ্দ বাড়ানোর আবেদন করেন। মুখ্যমন্ত্রী তাতে সায় দেওয়ার পরে মেয়র এই ঘোষণা করেন।