Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ফসলে লাভ পেতে প্রশিক্ষণ

চাষি ভাল ফসল ফলান। কিন্তু লাভের মুখ দেখতে পান না। বিশেষত ধান এবং আলু ফলিয়ে চাষের মরসুমে প্রায়ই ক্ষতির মুখে পড়তে হয় এ রাজ্যের চাষিদের।

নিজস্ব সংবাদদাতা
শেওড়াফুলি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ০২:০২
Share: Save:

চাষি ভাল ফসল ফলান। কিন্তু লাভের মুখ দেখতে পান না। বিশেষত ধান এবং আলু ফলিয়ে চাষের মরসুমে প্রায়ই ক্ষতির মুখে পড়তে হয় এ রাজ্যের চাষিদের।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য রাজ্যে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর চিন্তাভাবনা শুরু করেছে তৃণমূল সরকারের কৃষি বিপণন দফতর। হুগলির শেওড়াফুলির নেতাজি সুভাষ কৃষি বিপণন প্রশিক্ষণ কেন্দ্রে সম্প্রতি কৃষক পরিবারের ছেলেদের নিয়ে এক শিবিরের আয়োজন করা হয়েছিল। হুগলি এবং বীরভূমের কৃষক পরিবারের ৩০ জন ছেলেকে ওই কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। চাষিরা যাতে তাঁদের উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারেন তা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা বলে জানিয়েছেন দফতরের মন্ত্রী তপন দাশুগুপ্ত। সোমবার মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন। শিবিরে ধনেখালি, বলাগড়, বীরভূমের লাভপুরের ৩০ জনকে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা ৯০ দিনের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে সরকারি তরফে তাঁদের শংসাপত্র দেওয়া হবে।

ছবি: দীপঙ্কর দে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Training profit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE