হাওড়া ধুলাগড়ের সন্ধিপুরে জাতীয় সড়কের উপর গরু বোঝাই ট্রাক উল্টে মারা পড়ল ন’টি গরু। জখম আরও বেশ কয়েকটি গরু। এছাড়াও চালক খালাসি-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর এসেছে। জখম ব্যক্তিদের স্থানীয় গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর একটা নাগাদ ছ’নম্বর জাতীয় সড়কের সাকরাইল খাঁ পাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু বোঝাই ট্রাকটি মেদিনীপুর থেকে আসছিল। বারাসতের কোনও হাটে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলিকে। প্রায় পঞ্চাশটি গরু ছিল ট্রাকে।