Advertisement
০৫ মে ২০২৪

গাফিলতি, রোগী মৃত্যুর অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলের শ্রমিক শিউ মূরাপ রাম বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে গৌরহাটি ইএসআই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন।

প্রতিবাদ: মৃতদেহ নিয়েই চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

প্রতিবাদ: মৃতদেহ নিয়েই চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গৌরহাটি শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০৩:৩৮
Share: Save:

অ্যাম্বুল্যান্স চালকের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। বুধবার সকালে গৌরহাটির এই ঘটনায় মৃতের নাম শিউ মুরাপ রাম(৫৩)। রোগীর পরিজনের অভিযোগর ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ দুই অ্যাম্বুল্যান্স চালককে সাসপেন্ড করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলের শ্রমিক শিউ মূরাপ রাম বুধবার সকালে বুকে ব্যথা নিয়ে গৌরহাটি ইএসআই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। এ দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মানিকতলা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেই মতো রোগীর আত্মীয়রা হাসপাতালের অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। কিন্তু অভিযোগ, দু’ঘণ্টা পরও দেখা মেলেনি অ্যাম্বুল্যান্সের চালকের। রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মানিকতলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই রোগীর। মৃতের এক আত্মীয়র কথায়, ‘‘খবর দেওয়ার দু’ঘণ্টা পর অ্যাম্বুল্যান্স আনে চালক। আর একটু আগে এলে হয়তো শিউ বেঁচে যেতেন।’’

এরপর মৃতদেহ ফের গৌরহাটি হাসপাতালে ফিরিয়ে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি, অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌছায়। প্রায় আধ ঘন্টা পর হাসপাতাল সুপার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল সুপার অভ্রজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘‘এই রোগীর শাররীরিক অবস্থা খারাপ ছিল। তবে নির্দেশ দেওয়ার পর অ্যাম্বল্যান্স চালকের দেরি মানা যায় না। দুই চালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE