Advertisement
০৫ মে ২০২৪

জলে ভেসে দুই কিশোর-সহ তিন জনের মৃত্যু হুগলিতে

স্নান করতে নেমে গঙ্গায় ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলাগড়ের দক্ষিণ মিলনগড়ে। অন্যদিকে, জাঙ্গিপাড়ার রাধানগরে ত্রাণশিবির থেকে বাড়ি ফেরার পথে ডাকাতিয়া খালে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় ও জাঙ্গিপাড়া শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০১:৫৬
Share: Save:

স্নান করতে নেমে গঙ্গায় ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বলাগড়ের দক্ষিণ মিলনগড়ে। অন্যদিকে, জাঙ্গিপাড়ার রাধানগরে ত্রাণশিবির থেকে বাড়ি ফেরার পথে ডাকাতিয়া খালে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চণ্ডীতলার নবাবপুরে মেটেখালে স্নান করতে নেমে ভেসে গিয়েছে এক বালিকা। তার খোঁজে ডুবুরি নামানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ গঙ্গায় স্নান করতে যায় বলাগ়ড়ের দক্ষিণ মিলনগড় গ্রামের দুই কিশোর রাজীব বর্মন (১২) এবং শুভম বর্মন (১১)। বর্ষায় ভরা গঙ্গায় তারা দু’জনেই ভেসে যায়। কয়েক ঘণ্টা পরে গ্রামবাসীরাই দেহদু’টি উদ্ধার করেন।

দিন কয়েক ধরে ত্রাণশিবিরে ছিলেন জাঙ্গিপাড়ার রাধানগর পঞ্চায়েতের মেগুরা গ্রামের বিষ্ণুপদ বাগ (৯০)। জল নেমে যাওয়ায় এ দিন বিকেল ৪টে নাগাদ ত্রাণশিবির ছে়ড়ে তিনি ডাকাতিয়া খালের বাঁধের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় কোনও ভাবে তিনি খালে পড়ে ভেসে যান। ঘণ্টাদু’য়েক পরে স্থানীয় লোকজন তাঁর দেহ উদ্ধার করেন।

অন্য দিকে, এ দিন বেলা ১২টা নাগাদ চণ্ডীতলার নবাবপুর মধ্যপাড়ায় ফরজানা খাতুন এবং মর্জিনা খাতুন নামে দুই বোন স্থানীয় মেটেখালে স্নান করতে যায়। দু’জনেই জলের তোড়ে ভেসে যেতে থাকে। স্থানীয় লোকজন মর্জিনাকে পাড়ে টেনে তোলেন। তবে ফরজানা তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এবং ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ganga balagar radhanagar rajib barman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE