গত কয়েক বছর ধরে নর্দমার আবর্জনাই তোলা হয়নি! ফলে আট ফুট গভীর নিকাশির প্রায় সাত ফুট পর্যন্ত জমে রয়েছে সে সবই। যার জেরে দিন কয়েক আগের সামান্য বৃষ্টিতে নিকাশিনালা ছাপিয়ে পচা জলে ভাসছে হাওড়া পুরসভার পাশাপাশি দু’টি ওয়ার্ডের অলিগলি। এমনই অভিযোগ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
এমনকি বেশ কিছু বাড়ির ভিতরে জমে রয়েছে সেই পচা-কালো জল। সে সব মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দা, স্কুলপড়ুয়া থেকে অফিসযাত্রী সকলকে। আন্ত্রিক ও চর্মরোগ হওয়ার আতঙ্কে দ্রুত হস্তক্ষেপ চেয়ে সম্প্রতি বাসিন্দারা গণস্বাক্ষর করা স্মারকলিপি জমা দিয়েছেন পুরসভায়। কিন্তু পুরসভা তবুও কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ।
মেয়াদ উত্তীর্ণ হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় ১১ ডিসেম্বর থেকে প্রথমে পুর কমিশনারকে প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। কিন্তু পরিষেবায় প্রচুর গাফিলতির অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি মার্চ থেকে ছ’সদস্যের