আর ‘বহিরাগত’ নয়। এ বার চাই ‘ভূমিপুত্র’। বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে এমনই দাবি উঠেছে তৃণমূলের অন্দরে।
তৃণমূল সূত্রে খবর, দলের নেতাকর্মীদের একাংশ দলনেত্রীর কাছে এই দাবি পাঠানোর তোড়জোড় শুরু করেছেন। এই কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি কলকাতার বাসিন্দা। এর আগে যিনি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন সেই হায়দার আজিজ সফির বাড়িও ছিল কলকাতায়। ব্লকের তৃণমূল নেতা-কর্মীদের বক্তব্য, আগে দু’বার তাঁরা দলের নির্দেশ মেনে ‘বহিরাহত’কে প্রার্থী হিসাবে মেনে নিয়েছিলেন। এ বার কোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক। তৃণমূল সূত্রে খবর, দলের অন্দরে এ নিয়ে গুঞ্জন ক্রমেই তীব্র হচ্ছে। যদিও ইদ্রিশের যুক্তি, ‘‘আমি তো উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছি। তবে আমাকে বহিরাগত তকমা দেওয়া হবে কেন।’’ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল নেতৃত্বের একাংশের পাল্টা যুক্তি, ‘‘ভোটার হলে কী হবে, উনি থাকেন কলকাতায়।’’
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূলের সভাপতি বেণুকুমার সেনের বক্তব্য, ‘‘আমরা ২০১১ সাল থেকে এই কেন্দ্রে বহিরাগতদের প্রার্থী হিসাবে পেয়ে আসছি। এ বার জেলা সভাপতি মারফত দলনেত্রীর কাছে অনুরোধ করব, কোনও ভূমিপুত্রকে প্রার্থী করা হোক।’’ পাশাপাশি অবশ্য তিনি এ-ও বলেন, ‘‘দলনেত্রী যাঁকে প্রার্থী করবেন, তাঁকেই মেনে নেব। আমরা শুধু আমাদের আবেগের কথা বললাম।’’