আজ শনিবার হাওড়ার ১০টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনে, পঞ্চায়েত সমিতিতে দু’টি ব্লকের ২টি আসনে, জেলা পরিষদের ১টি আসনে আসনে উপ-নিবাচন হচ্ছে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পযন্ত ভোট গ্রহণ করা হবে বলে জেলা নির্বাচন দফতরের তরফে জানানো হয়েছে। মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও ৪টিতে বিনা লড়াইয়ে জিতে যায় তৃণমূল। একইভাবে চারটি ব্লকে পঞ্চায়েত সমিতির ৬টি আসনের চারটিতে বিনা লড়াইয়ে জিতে যায় তৃণমূল। ফলে এই আসনগুলিতে নির্বাচন হচ্ছে না। নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হয়েছে বলে জেলা নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে।
হুগলিতে পঞ্চায়েত সমিতির পাঁচটি আসনে ভোট হওয়ার কথা ছিল। তার মধ্যে আরামবাগের একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসক দল। হরিপাল, সিঙ্গুর, পাণ্ডুয়া-সহ চারটি আসনে ভোট হবে। পঞ্চায়েতের ২৫টি আসনের মধ্যে ৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে তৃণমূল। বাকি ১৭টি আসনে আজ ভোট। ভোট নির্বিঘ্নে করতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।