হাওড়ায় বৈধ হবে টোটো, ঘোষণা মেয়রের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
টোটো গাড়িকে বৈধতা দিতে এ বার তাদের লাইসেন্স দিতে চলেছে হাওড়া পুরসভা। শুক্রবার হাওড়া পুরসভায় প্রথম বছরের বাজেট পেশ করে এ কথা জানান তৃণমূল পুরবোর্ডের মেয়র রথীন চক্রবর্তী। তিনি জানান, আদালত হাওড়া শহরে টোটো চলার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি। মেয়র এ দিন প্রায় ৪৭০ কোটি টাকার ঘাটতিশূন্য বাজেট পেশ করেন। তিনি জানান, গত বাম বোর্ডের আমলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিপর্যয় মোকাবিলা দফতরের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ ধরা হত না। এ বারের বাজেটে শিক্ষা ক্ষেত্রে ১৫ কোটি, স্বাস্থ্যে ৭ কোটি, পরিবেশ খাতে সাড়ে ৩ কোটি ও বিপর্যয় মোকাবিলা দফতরের জন্য ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মেয়র বলেন, “সম্পত্তিকর ও লাইসেন্স বাবদ যে টাকা পুরসভার পাওনা রয়েছে, তার অর্ধেক তুললেই আয় নিয়ে ভাবতে হবে না। আমরা ওই টাকা তোলার উপরে জোর দিচ্ছি। ওই টাকা আয় হলে পুরসভা পরিচালনায় কোনও সমস্যা হবে না।”
লিফটের মেঝে ভাঙল, ফেঁসে গেলেন রোগিণী
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া
যেন পুনর্জন্ম পেলেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন পাণ্ডুয়ার বাসন্তী চট্টোপাধ্যায়! দুর্ঘটনায় চোট পেয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালের তিনতলায় মহিলা সার্জিক্যাল বিভাগে। শুক্রবার একতলায় এক্স-রে করানোর পরে তাঁকে শয্যায় রেখে আসার জন্য ট্রলি-স্ট্রেচারে তুলে লিফটে উঠেছিলেন ছেলে সুব্রত। লিফটম্যান ছিলেন না। তাঁরা ওঠামাত্র লিফট উঠতে শুরু করে। স্ট্রেচারের কিছুটা অংশ তখনও ঢোকানো যায়নি। ফলে, লিফটের দরজাও বন্ধ হয়নি। আচমকা লিফটের মেঝের একাংশ ভেঙে পড়ে। স্ট্রেচার-সহ প্রায় ১০ মিনিট ধরে ঝুলতে থাকেন ওই মহিলা। ছেলের চিৎকারে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এসে বাসন্তীদেবীকে বাঁচান। সুপার শশাঙ্ক গোস্বামী জানান, মনে হচ্ছে যান্ত্রিক গোলমালেই ওই দুর্ঘটনা। পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কারও দোষ-ত্রুটি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বিতর্কে হাওড়া পুরসভা
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিখরচায় চিকিৎসার একটি হাসপাতালের উপরতলায় বরো অফিস গড়ে তোলার কথা ভাবছে হাওড়া পুরসভা, এমনই অভিযোগে বিতর্ক তৈরি হল। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন হাওড়ার পঞ্চাননতলায় ওই হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনেরা। তবে হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী সাফ বলেছেন, “এই ধরনের কোনও সিদ্ধান্ত পুরসভা নেয়নি। এটা ঠিকই, আরও দুটো বরো অফিসের জন্য আমরা জায়গা খুঁজছি। এ জন্য ওই হাসপাতালটি দেখতে পুরসভার অফিসাররা গিয়েছিলেন। কিন্তু আমরা এখন শরৎ সদনেই একটি বরো অফিস করব ঠিক করেছি।” ‘থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টার’ নামে ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ আগে পুরসভার অফিসাররা সেখানে গিয়ে জানিয়ে আসেন, একতলায় হাসপাতাল করে, দোতলায় বরো অফিস করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে রোগীদের নিচের তলায় সরিয়ে আনতে হবে। এতেই আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজন থেকে হাসপাতালের কর্মী, সকলেই। তাঁদের অভিযোগ, এমনিতেই দোতলা ওই হাসপাতালে শয্যাসংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সেই অবস্থায় কী ভাবে ওই হাসপাতালে বরো অফিস হবে, তা নিয়ে বিতর্ক বাধে।
হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দি
অসুস্থ হয়ে পড়ায় বিচারাধীন এক বন্দিকে জেল থেকে আনা হয়েছিল হাসপাতালে। পুলিশের নজর এড়িয়ে সেখান থেকে উধাও হয়ে গেল সে। পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে ওই ঘটনা ঘটে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। পলাতক রবি দাস ডাকাতির ঘটনায় অভিযুক্ত। এ দিন জেলের ভিতরে সে অসুস্থ হয়ে পড়ে। দুপুর ৩টে নাগাদ জেলের কিছু আসামীকে ডাক্তারি পরীক্ষার জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। একই গাড়িতে রবিকেও চিকিৎসার জন্য আনা হয়। তাদের নিয়ে এসেছিলেন এক এএসআই এবং চার কনস্টেবল। হাসপাতালে এসে গাড়ি থেকে নামার পরে সুযোগ বুঝে রবি পালিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই হইচই শুরু হয়। তার খোঁজে তল্লাশি শুরু হয়। রাত পর্যন্ত অবশ্য তাকে ধরতে পারেনি পুলিশ। জেলার সবক’টি থানাকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে জেলা পুলিশের তরফে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের
মিলের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলে। মৃতের নাম কৃষ্ণ টেরি (৩৬)। তিনি ওই মিলের মেকানিক্যাল বিভাগের কর্মী ছিলেন। থাকতেন ভদ্রেশ্বরের কাটাডাঙায়। পুলিশ ও মিল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর আড়াইটে নাগাদ মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে শর্ট সার্কিট থেকে ওই ঘটনা ঘটে। গৌরহাটী ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অস্বাভাবিক মৃত্যু
এক বালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানলে। পুলিশ জানায়, মৃতের নাম অমিত মাঝি (১৩)। তদন্তকারী অফিসারদের অনুমান, স্কুলপড়ুয়া ওই বালক কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
কাল রথযাত্রা। গুপ্তিপাড়ায় চলছে প্রস্তুতি।—নিজস্ব চিত্র।