Advertisement
০৪ মে ২০২৪
গণপিটুনিতে আহত ২

বাইকের টুলবক্স ভেঙে লক্ষ টাকা ছিনতাই তারকেশ্বরে

দিনেদুপুরে সদাব্যস্ত বাজার এলাকায় মোটরবাইকের টুলবক্স ভেঙে নগদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে পালাল দুই দুষ্কৃতী। তাদের দুই সঙ্গী অবশ্য জনতার হাতে ধরা পড়ে যায়। তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটে তারকেশ্বরের চাউলপট্টি বাজারে বিডিও অফিসের পাশেই। ঘটনার জেরে নিরাপত্তার প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আহত দুই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৪ ০১:৩৮
Share: Save:

দিনেদুপুরে সদাব্যস্ত বাজার এলাকায় মোটরবাইকের টুলবক্স ভেঙে নগদ কয়েক লক্ষ টাকা হাতিয়ে পালাল দুই দুষ্কৃতী। তাদের দুই সঙ্গী অবশ্য জনতার হাতে ধরা পড়ে যায়। তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটে তারকেশ্বরের চাউলপট্টি বাজারে বিডিও অফিসের পাশেই। ঘটনার জেরে নিরাপত্তার প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা। তদন্ত শুরু করলেও রাত পর্যন্ত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। আহত দুই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা টলছে। ধৃতেরা কথা বলার অবস্থায় নেই। একটু সুস্থ হলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্বপন ক্ষেত্রপাল নামে এক কৃষি ব্যবসায়ী চাউলপট্টির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ৪ লক্ষ টাকা তোলেন। ওই টাকা একটি ব্যাগে ভরে মোটরবাইকের টুলবক্সে রাখেন। এর পরে সকাল ১১টা নাগাদ বাইক নিয়ে নিজের দোকানে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপনবাবু বাইকটি দোকানের সামনে দাঁড় করান। এর পরে দোকানে ঢুকতে না ঢুকতেই দু’টি মোটর বাইকে চেপে চার যুবক সেখানে এসে দাঁড়ায়। চোখের নিমেষে টুলবক্স ভেঙে টাকাভর্তি ব্যাগটি তুলে নেয় তারা। চোখের সামনে ওই ঘটনা দেখে ঘটনাস্থলে দাঁড়ানো লোকজন দুষ্কৃতীদের তাড়া করার উপক্রম করতেই যে যুবকের হাতে ব্যগটি ছিল, সে অন্য গাড়িতে থাকা সঙ্গীদের হাতে সেটি ছুড়ে দেয়। ওই দু’জন বাইক ছুটিয়ে বর্ধমানের দিকে পালিয়ে যায়।

বাকি দু’জন অবশ্য পালাতে পারেনি। স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। শুরু হয় গণপিটুনি। পরে পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। তাদের মোটরবাইকটিও আটক করে পুলিশ। আহত দুষ্কৃতীদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে পুলিশি হেফাজতে তাদের চিকিৎসা চলছে।

তারকেশ্বর থানায় টাকা ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেন স্বপনবাবু। তিনি বলেন, “এক ব্যবসায়ীর পাওনা মেটানোর জন্য ওই টাকা তুলি। বাইকটা দাঁড় করিয়ে দোকানে ঢুকছিলাম বিল আনতে। মূহূর্তের মধ্যেই ওই ঘটনা।” তারকেশ্বরের সার্কেল ইনস্পেক্টর শচীন পারিয়া, এসডিপিও সৈকত ঘোষ ঘটনার তদন্তে আসেন। পুলিশের একাংশের বক্তব্য, টাকা অত টাকা টুববক্সে রেখে যাওয়া ওই ব্যবসায়ীর ভুল হয়েছিল।

ব্যবসায়ীরা অবশ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের বক্তব্য, এক জনবহুল জায়গায় দিনেদুপুরে টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীরা। তার উপর জনতা দু’জনকে ধরে থানায় দিলেও পুলিশ টাকা উদ্ধার করতে পারল না। তদন্তকারীদের বক্তব্য, আহত দুষ্কৃতীদের সঙ্গে কথা বলা সম্ভব হলেই ওই দু’জনের হদিস সহজেই পাওয়া যাবে।

বন্ধ স্কুল। পড়ুয়া নেই, তাই দু’টি শিশুশিক্ষা কেন্দ্র বন্ধ করে দিল প্রশাসন। পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের মাঝিডি মুদিপাড়া এবং মাগুড়িয়া গ্রাম পঞ্চায়েতের চিড়াগোড়া শিশুশিক্ষা কেন্দ্র দু’টি বন্ধ করে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tarakeswar toolbox bike rack snatching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE