Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মারধরের নালিশ, ধৃত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চার অটো চালককে মারধরের অভিযোগ উঠল উত্তরপাড়ার কানাইপুরে। ওই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যার ঘটনা ‘মারধর’ ও গ্রেফতারের ঘটনা ঘটে। তবে প্রকৃত ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে।

নিজস্ব সংবাদদাতা
উত্তরপাড়া শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০১:৩৬
Share: Save:

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চার অটো চালককে মারধরের অভিযোগ উঠল উত্তরপাড়ার কানাইপুরে। ওই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যার ঘটনা ‘মারধর’ ও গ্রেফতারের ঘটনা ঘটে। তবে প্রকৃত ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। ওই দিন রাত ১১টা নাগাদ কোন্নগর স্টেশনের পাশেই নবগ্রাম অটোস্ট্যান্ডের কাছে দু’টি মোটরবাইকে থাকা জনা ছ’য়েক যুবক এক তরুণীকে উত্ত্যক্ত করছিলেন। অটোচালকেরা প্রতিবাদ করেন‌। তখনকার মতো যুবকেরা বাইক নিয়ে চলে যায়। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ চার অটোচালক কানাইপুর ঝিলপাড়ের কাছে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, ওই যুবকেরা এবং তাদের এক সঙ্গী সেখানে এসে রড দিয়ে ওই চার অটোচালককে বেধড়ক মারধর করে। ইট ছোড়ে। খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালালেও একজন ধরা পড়ে যায়। প্রহৃতদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশের দাবি, অভিযোগপত্রে ইভটিজিংয়ের কোনও কথা লেখা হয়নি। শুধু মারধরের অভিযোগ করা হয়। তার ভিত্তিতে রাজীব গুহ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। আহত অটোচালকদের কানাইপুর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eve teasing uttarpara auto driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE