Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৬ সেপ্টেম্বর ২০২১ ই-পেপার

পুরভোটে জোট হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন অধীর

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১৯ জুন ২০২১ ১৯:৪৭
অধীর চৌধুরী।

অধীর চৌধুরী।
ফাইল চিত্র

রাজ্যের ১১২টি পুরসভার ভোট বকেয়া রয়েছে। তাই সেই ভোটেও কী বামফ্রন্টের সঙ্গে জোট করেই লড়াই করবে কংগ্রেস? শনিবার বিধান ভবনের সাংবাদিক বৈঠকে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‘আমরা বামেদের সঙ্গে জোট করেছিলাম। বামেদের সঙ্গে জোট আমাদের ভাঙেনি। আগামী দিনের পুর নির্বাচনে আমরা জোট করে বামেদের সঙ্গে যাব কি যাব না, সমঝোতা করব কি করব না, সেটা বলার মতো সময় এখনও আসেনি। কারণ আমরা যখনই জোট করেছি, তখনই কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদের মতামত নিয়ে করেছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা এই মুহূর্তে জোটে নেই বা জোটে আছি, দুটোর কোনওটাই বলা যাবে না। কারণ একটা জোট করে আমরা নির্বাচনে গেছি। আগামী পুর নির্বাচনে আমরা জোট করব কিনা, তা নিয়ে পার্টির অন্দরে আলোচনা করেই সিদ্ধান্তে আসব। এখনও সেই আলোচনা হয়নি। তাই আগামী দিনে জোটের ভবিষ্যৎ নিয়ে সদর্থক বা নিশ্চিত করে বলা এই মূহূর্তে সম্ভব নয়। ’’

জোটের ভবিষ্যৎ নিয়ে বহরমপুরের সাংসদ বলেছেন, ‘‘সিপিএম নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই জোট হয়েছিল। তাঁরা এখনও আমাদের কিছু বলেননি। আমাদের নেতৃত্বেও তাঁদের কিছু বলেননি। তাই পুরো বিষয়টাই যেমন ছিল, তেমনই রয়েছে। জোটকে আমরা রিনিউ করব কিনা, সেটা পরের প্রশ্ন।’’ তিনি আরও বলেন, ‘‘অবশ্যই এটি একটি নির্বাচনী জোট। তবে আমরা কেউই বলিনি, জোট ভেঙে গেছে। যতক্ষণ না কোনও পক্ষ বলছে জোট ভেঙে গেছে, ততক্ষণ জোট রয়েছে।’’ নির্বাচনী জোট ছাড়া বামেরা কোনও আন্দোলন কর্মসূচিতে আমন্ত্রণ জানালে কী করবেন? এমন প্রশ্নের জবাবে অধীর বলেছেন, ‘‘এখনও কোনও আন্দোলন কর্মসূচিতে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হলে ভাবা হবে।’’

Advertisement

আরও পড়ুন

More from My Kolkata
Advertisement