পরপর কয়েকটি প্রশাসনিক বৈঠকে পূর্ত দফতরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে কোনও একটি কাজের জন্য বিশাল অঙ্কের ‘এস্টিমেট’ বা ব্যয়-অনুমান তৈরি করা, সেতু রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কাজ শেষ না-করার
প্রশ্নে মুখ্যমন্ত্রীর উষ্মার মুখে পড়েছেন পূর্তকর্তারা। ২৪ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ত ইঞ্জিনিয়ারদের ডেকে ৩৫ দফা নির্দেশিকা দিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। যার নির্যাস: সময়ে কাজ শেষ না-হলে শাস্তির মুখে পড়তে হবে ইঞ্জিনিয়ারদের। যে-কোনও প্রকল্পের ব্যয়ানুমান তৈরির ক্ষেত্রেও নিতে হবে বাড়তি সতর্কতা।
পূর্তমন্ত্রী, পূর্তসচিবের উপস্থিতিতে ওই বৈঠকে রাজ্যের সব এগ্জিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে, কোনও প্রকল্পেরই ‘রাফ এস্টিমেট’ বা খসড়া ব্যয়ানুমান তৈরি করে টাকা চাওয়া যাবে না। সেই জন্য পুরনো সব প্রকল্পের ব্যয়ানুমান ফিরিয়ে নিয়ে নতুন করে তা
তৈরি করতে হবে। এর পর থেকে কোনও প্রকল্পের ব্যয়ানুমান এক বার তৈরি হয়ে গেলে আর ‘রিভাইজ়ড এস্টিমেট’ বা সংশোধিত ব্যয়ানুমান তৈরি করা যাবে না। যে-দরপত্র
চূড়ান্ত হবে, তাতে উল্লিখিত অঙ্কের চেয়ে বেশি টাকাও চাওয়া যাবে না বলে পূর্তকর্তাদের জানিয়ে দিয়েছেন মন্ত্রী ও সচিব।
কোনও কোনও প্রকল্পের জন্য বাড়তি টাকা চেয়ে দরবার করছেন অনেক ইঞ্জিনিয়ার। দরপত্রে উল্লিখিত কাজেরও অদলবদল হচ্ছে। জানতে চাইলে অনেক সময় শোনা যাচ্ছে, নবান্নের শীর্ষ কর্তাদের মৌখিক নির্দেশে এমন সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারদের বৈঠকে ডেকে নির্দেশ দেওয়া হয়েছে, কারও মৌখিক নির্দেশে কোনও কাজ বদলানো বা বাড়তি খরচ চাওয়া যাবে না। পূর্তমন্ত্রী বা পূর্তসচিবও যদি কিছু করার জন্য মৌখিক
নির্দেশ দেন, তা ইঞ্জিনিয়ারদের অগ্রাহ্য করতে বলা হয়েছে। ৪ ডিসেম্বর ব্যয়ানুমান তৈরির ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা দেয় পূর্ত দফতর। তার
পরে তৈরি কোনও ব্যয়ানুমান নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে শাস্তি পেতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।