Advertisement
১৯ মে ২০২৪

আইটিআই-র প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নের মুখে পর্ষদের ভূমিকা

যত কাণ্ড আইটিআইয়ে! পরীক্ষার আগের দিনই অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি ছেপে বের করায় মুখ পুড়েছিল পর্ষদের। আর রবিবার, পরীক্ষার কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্রটিই ফাঁস হয়ে গেল। অথচ অ্যাডমিট কার্ড কাণ্ডের মতো প্রশ্নপত্র ফাঁস সম্বন্ধেও সম্পূর্ণ অন্ধকারে রইল পর্ষদ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ১৬:৩২
Share: Save:

যত কাণ্ড আইটিআইয়ে! পরীক্ষার আগের দিনই অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি ছেপে বের করায় মুখ পুড়েছিল পর্ষদের। আর রবিবার, পরীক্ষার কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্রটিই ফাঁস হয়ে গেল। অথচ অ্যাডমিট কার্ড কাণ্ডের মতো প্রশ্নপত্র ফাঁস সম্বন্ধেও সম্পূর্ণ অন্ধকারে রইল পর্ষদ। আস্ত প্রশ্নপত্রটিই যে ফাঁস হয়ে গিয়েছে পর্ষদ কর্তারা তা জানতে পারলেন সাত সকালে সংবাদমাধ্যমে চোখ রেখে। যদিও এর পরে অতি তৎপরতার সঙ্গে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় পর্ষদ। কিন্তু শেষ মুহূর্তে পর্ষদের এই সিদ্ধান্তে চূড়ান্ত হয়রানির শিকার হন পরীক্ষার্থীরা। পাশাপাশি পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

রবিবার বেলা ১২ টা নাগাদ আইটিআইয়ের এন্ট্রাস পরীক্ষা ছিল। ১ লক্ষ ৩৫ হাজার পরীক্ষার্থী যখন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই পর্ষদের তরফে তাঁদের ফোনে এসএমএসে জানানো হয় পরীক্ষা বাতিল। পরবর্তী পরীক্ষা ৫ জুলাই। সাত সকালে সংবাদমাধ্যমে ছাপানো প্রশ্নপত্রটি দেখে টনক নড়ে পর্ষদের।

কিন্তু কেন এমন হল? পর্ষদ কর্তাদের চোখ এড়িয়ে প্রশ্নপত্র ফাঁস হল কী ভাবে?

এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি কর্তারা। তবে প্রাথমিক ভাবে এক কর্তা জানান, সম্ভবত নদিয়ার কোনও জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও নিশ্চিত নন কর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IIT question paper 2015 student examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE