Advertisement
১৯ এপ্রিল ২০২৪

স্বাস্থ্য বিল নিয়ে সুপ্রিম কোর্টে গেল আইএমএ

সভা-মিছিলে প্রতিবাদ জানানো হয়েছে দফায় দফায়। রাজ্য সরকারের স্বাস্থ্য বিলের কিছু অংশের সংশোধন চেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ০৩:১৫
Share: Save:

সভা-মিছিলে প্রতিবাদ জানানো হয়েছে দফায় দফায়। রাজ্য সরকারের স্বাস্থ্য বিলের কিছু অংশের সংশোধন চেয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

মঙ্গলবার এ ব্যাপারে সর্বোচ্চ আদালতে একযোগে আবেদন করেছে পশ্চিমবঙ্গ আইএমএ-র কয়েকটি স্থানীয় শাখা। রবিবার কলকাতায় আইএমএ-র ওয়ার্কিং কমিটির বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছিলেন, স্বাস্থ্য বিলের বেশ কিছু ধারা চিকিৎসক-বিরোধী। সেগুলির সংশোধন চেয়ে আদালতে যাওয়ার জন্য রাজ্য নেতৃত্বকে প্রস্তুতি চালানোর নির্দেশ দিয়েছিলেন তাঁরা। তার ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করে আইএমএ-র কেন্দ্রীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন, চিকিৎসকদের স্বার্থ তাঁদের কাছে কতটা গুরুত্বপূর্ণ।

‘‘স্বাস্থ্য বিলের বেশ কিছু ধারা নিয়ে আমাদের আপত্তি আছে। তাই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে,’’ বলেন আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সভাপতি রামদয়াল দুবে।

স্বাস্থ্য বিল ঘিরে এ রাজ্যে আইএমএ কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। বিধানসভায় স্বাস্থ্য বিল পাশ হওয়ার পর থেকে চিকিৎসকদের একটা বড় অংশ তার বিরোধিতায় সরব। আইএমএ-র রাজ্য সম্পাদক তথা তৃণমূল নেতা শান্তনু সেন কিন্তু প্রকাশ্যেই জানিয়েছেন, তাঁরা এই আইনের পক্ষে। তিনি জানান, এই আইন কোনও ভাবেই চিকিৎসক-বিরোধী নয়। তার পরেই আইএমএ-র কয়েকটি স্থানীয় শাখা ওই বিলের বিরুদ্ধে রাস্তায় নামে। দফায় দফায় মিছিল, কনভেনশন সবই হয়।

শনি ও রবিবার কলকাতায় আইএমএ-র ওয়ার্কিং বৈঠকের পরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে কে অগ্রবাল জানান, তাঁরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শান্তনু সেনের নাম না-করে তিনি বলেছিলেন, কারও রাজনৈতিক আনুগত্য যাতে চিকিৎসকদের স্বার্থবিরোধী না-হয়ে ওঠে, সেই দিকেও সতর্ক দৃষ্টি থাকবে তাঁদের।

রবিবার শান্তনুবাবু এ ব্যাপারে কিছু বলতে চাননি। এ দিন শীর্ষ আদালতে আবেদনের পরেও তাঁর বক্তব্য জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE